এক্সপ্লোর
রামদাস আটওয়ালের আরপিআই দলে যোগ দিলেন পায়েল ঘোষ
বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলাও দায়ের করেছিলেন তিনি। এবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-তে যোগ দিলেন পায়েল। সেইসঙ্গে অনুরাগের বিরুদ্ধে মামলায় তাঁর আইনি পরামর্শদাতা আইনজীবী নীতিন সাতপুতেও আরপিআই-তে সামিল হওযার জল্পনা চলছে।
![রামদাস আটওয়ালের আরপিআই দলে যোগ দিলেন পায়েল ঘোষ payal ghosh joins ramdas athawale party rpi রামদাস আটওয়ালের আরপিআই দলে যোগ দিলেন পায়েল ঘোষ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/26211328/Untitled-9.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলাও দায়ের করেছিলেন তিনি। এবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-তে যোগ দিলেন পায়েল। সেইসঙ্গে অনুরাগের বিরুদ্ধে মামলায় তাঁর আইনি পরামর্শদাতা আইনজীবী নীতিন সাতপুতেও আরপিআই-তে সামিল হওযার জল্পনা চলছে।
পায়েলকে আরপিআই-এর মহিলা মোর্চার সহ সভানেত্রী করা হয়েছে বলে খবর। তাঁর আইনজীবী দলের অ্যাডভোকেট শাখার প্রদেশ সভাপতি হতে পারেন বলে খবর। পায়েলের আরপিআই-তে যোগদান অনেককেই অবাক করেছে। যদিও এ ব্যাপারে জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। পায়েল অনুরাগের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, সে ব্যাপারে তাঁর পাশে দাঁড়িয়েছিল আরপিআই।
অনুরাগের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর আটওয়ালে পায়েলের জন্য সুবিচারের দাবি জানিয়েছিলেন। পায়েলের সমর্থনে তিনি অনুরাগের সিনেমা বয়কটের কথাও বলেছিলেন। শুধু তাই নয়, পায়েলকে নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন আটওয়ালে।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর আটওয়ালে যৌথ সাংবাদিক বৈঠকে অনুরাগের গ্রেফতারিও দাবি করেছিলেন।
উল্লেখ্য, পায়েল সাত বছর আগে তাঁকে অনুরাগ যৌন নিগ্রহ করেছিলেন বলে অভিযোগ এনেছিলেন। পায়েলের অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে মুম্বই পুলিশ এফআইআর দায়ের করেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)