Payel De: পুজোর দিন গুনছে বাঙালি, মহালয়ার ভোরে ৭ বছর পরে দুর্গার ভূমিকায় পায়েল দে
Payel De as Durga: সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'-তে মুখ্যভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। অভিনেত্রীকে এর আগে একাধিকবার দুর্গার বেছে ছোটপর্দায় দেখা গিয়েছে

কলকাতা: রেডিওতে মহালয়া শোনার পাশাপাশি, টিভির পর্দায় মহালয়া দেখার অভ্যাস ও বাঙালির বহুদিনের। সেই সঙ্গে একটা উৎসাহ থাকেই এটা দেখার যে, পর্দায় এবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে। বাংলার প্রায় প্রত্যেকটি চ্যানেলই মহালয়ার আগেই ঘোষণা করে দেন যে এই বছর মহিষাসুরমর্দিনী রূপে কোন অভিনেত্রীকে দেখা যেতে চলেছে। আর এবার, সেই দৌড়ে সবার আগে, মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কাকে দেখা যাবে তা ঘোষণা করল সান বাংলা। এই বছর সান বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে (Payel De)-কে।
সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'-তে মুখ্যভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। অভিনেত্রীকে এর আগে একাধিকবার দুর্গার বেছে ছোটপর্দায় দেখা গিয়েছে। তবে মাঝে কিছুটা বিরতি ছিল। সান বাংলার হাত ধরেই দুর্গার ভূমিকায় ফের দেখা যেতে চলেছে পায়েলকে। অভিনেত্রীর কথায়, 'আমার সৌভাগ্য যে সান বাংলা আমায় 'মহিষাসুরমর্দিনী'-র ভূমিকায় অভিনয় করার করার সুযোগ দিয়েছে। প্রত্যেক নৃত্যশিল্পীর কাছে এটা একটা স্বপ্নপূরণের মতোই। জীবনে সবাই চায় একবার 'মহিষাসুরমর্দিনী' -র ভূমিকায় অভিনয় করতে। যতদূর মনে পরে ২০১৭ সালে কোনও এক চ্যানেলের জন্য আমি শেষ 'মহিষাসুরমর্দিনী' করেছিলাম। মাঝে অনেকটা বছর বিরতি। এত বছর পর আবার আমায় সেই সুযোগ করে দেবার জন্য সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জোর কদমে অনুশীলন চলছে। 'অকাল বোধনে' এর চিত্রনাট্যে পৌরাণিক কাহিনির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করা হয়েছে। এত বছর পর 'মহিষাসুরমর্দিনী'-র ভূমিকায় অভিন. করতে পেরে আমার খুবই নস্ট্যালজিক লাগছে।'
'অকাল বোধন'-এর গল্প অনেকটা এই রকম, ত্রেতা যুগে রামচন্দ্র আর রাবণের যুদ্ধে যখন দেবীর আশীর্বাদে রাবণ প্রায় যুদ্ধ জয়ের দিকে এগোচ্ছে, তখন বেগতিক দেখে ব্রহ্মার পরামর্শে রামচন্দ্র দেবী দুর্গাকে অকাল বোধন রূপে আরাধনা শুরু করেন। দেবী ভক্তের ভক্তি পরীক্ষা করার জন্য পুজোর একটা পদ্ম লুকিয়ে রাখে। পুজোয় পদ্ম কম পরছে দেখে রামচন্দ্র নিজের চোখ তির মেরে অর্পণ করতে চাইলে দেবী খুশি হয়ে পদ্ম ফুল ফিরিয়ে দেন এবং রামকে যুদ্ধ জয়ের আশীর্বাদ করেন। হনুমান রামচন্দ্রের কাছে দেবী মহিমা জানতে চাইলে রামচন্দ্র তাদের মহিষাসুরমর্দিনী রূপে দেবীর মাহাত্ম্য বর্ণনা করেন,এভাবেই আমরা দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপ দেখি। অন্যান্য চরিত্রে সান বাংলা পরিবারের সদস্যরাই অভিনয় করছেন। 'অকাল বোধন' মহালয়ার দিন ভোর বেলায় সান বাংলার পর্দায় দেখা যাবে।


















