Payel Mukherjee: অভিনেত্রীর গাড়িতে হামলার অভিযোগ, আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন গ্রেফতার সেনা অফিসারের
Actress Payel Mukherjee: লেক অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় গতকালই ঘটনাস্থল থেকে পাকড়াও করা হয় অভিযুক্ত বাইক আরোহীকে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির।
কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) আবহেই ফের কলকাতার রাস্তায় এক অভিনেত্রীর (Actress Harrassed) গাড়ির ওপর চড়াও হওয়ার অভিযোগ এক বাইক আরোহীর বিরুদ্ধে। লেক অ্য়াভিনিউয়ে (Lake Avenue) অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় সেখান থেকেই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সেনা অফিসারকে। আজ আলিপুর আদালতে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।
অভিনেত্রীর গাড়ি ভাঙচুর, জামিন পেলেন গ্রেফতার সেনা অফিসার
লেক অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় গতকালই ঘটনাস্থল থেকে পাকড়াও করা হয় অভিযুক্ত বাইক আরোহীকে। অভিনেত্রীর দাবি ছিল, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিনেত্রীর অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়।
এবার এই ঘটনায় গ্রেফতার সেনা অফিসারকে আলিপুর আদালতে অন্তর্বর্তী জামিন দেওয়া হল। অভিযুক্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। অভিযুক্ত সেনা অফিসার আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত বলে পুলিশ সূত্রে। অভিনেত্রীর বিরুদ্ধেও বাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। গাড়ি থেকে না নামায় চড়াও, গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। আলিপুর আদালতে ধৃত সেনা অফিসারের জামিন, ৪ সেপ্টেম্বর ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Arshad Warsi: প্রভাসকে 'জোকার' কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার, কমেন্ট সেকশন বন্ধ করলেন আরশাদ
গতকাল, শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে লাইভ করে গোটা ঘটনার বিবরণ দেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। আরজি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য, দেশ, সেই আবহেই ফের শহরের বুকে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমি লাইভে সেভাবে আসি না। তবে আজ একটা জিনিস দেখাতে লাইভে এলাম। অভিযুক্তকেও আমি দেখাব। বেপরোয়া গাড়ি চালিয়ে কী করেছে দেখাব।' অভিনেত্রী গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'একটি বাইক আমার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ি চালাচ্ছিলাম। তারপর আমার গাড়ির দরজার কাচে টোকা মারে। আমি একটু কাচ নামাই। আমার দরজা খুলতে বলে। আমি নিরাপত্তার ভয়ে দরজা খুলিনি। তারপর সাদার্ন অ্যাভিনিউয়ে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাচ ভেঙে দেয়।' যোগ করেন, 'আমার গোটা শরীরে কাচের টুকরো। পুলিশ এসে উদ্ধার না করলে বেরতেও পারব না। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তার অবস্থা।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।