এক্সপ্লোর
রণবীরের সঙ্গে আমার ঠাট্টা তামাশা লোকে ভুল ভাবে নিচ্ছে, ও আমার প্রিয় বন্ধু: ক্যাটরিনা
মু্ম্বই: 'জগ্গা জাসুস'-এর প্রচারে একে অপরের প্রসঙ্গে না না মন্তব্য করেছেন রণবীর কপূর-ক্যাটরিনা কাইফ। এমনকি 'বরফি'-র অভিনেতা ক্যাটকে এক সাক্ষাত্কারে কথা বলতে দেননি বলেও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক সমালোচিত হয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্যাট ভক্তরা মারাত্মক ভাবে রণবীরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন।
এবার সেই আমজনতার থেকেই নিজেদের মধ্যে ঘটে যাওয়া কিছু দুষ্টু-মিষ্টি ঘটনা প্রসঙ্গে ক্যাটের মন্তব্য, তাঁদের মধ্যে যা হচ্ছে বা ঘটেছে সেটা একেবারেই ভুলভাবে নিচ্ছেন সাধারণ মানুষ।আমরা যতক্ষণ বিষয়টা নিয়ে কোনও সমস্যায় পড়ছি না, ততক্ষণ অন্যের সমস্যা হওয়ার কোনও কারণ নেই। এরপর ক্যাট বলেন আসলে রণবীর তাঁর প্রিয় বন্ধু।
এরপর পরিচালক অনুরাগ বসু দাবি করেন, রণবীর একেবারেই মাটির মানুষ। তিনি যেমন করে তাঁদের সঙ্গে মেশেন, ঠিক তেমন ভাবেই সংবাদমাধ্যমের সামনেও কথা বলেন। আর সেটাই অনেক সময় আমজনতা ভুল বোঝেন।
এমনকি ক্যাটকে প্রশ্ন করা হয়েছিল, অনুরাগ না রণবীর, কে প্রযোজক হিসেবে বেশি ভাল। এপ্রসঙ্গে ক্যাটের মত, রণবীরের এটাই প্রথম কাজ। 'জগ্গা জাসুস' বাস্তবে অনুরাগ অর্থাত্ ক্যাটের কথায় দাদারই মস্তিষ্কপ্রসূত শিশু। তারপরই রণবীর জানতে চান তিনি প্রযোজক হিসেবে ভাল, না বন্ধু হিসেবে। ক্যাটের স্পষ্ট জবাব, বন্ধু হিসেবে তিনি শ্রেষ্ঠ, প্রযোজক হিসেবে এখনও অনেক পথ যাওয়া বাকি।
সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলর। অল্প কয়েকদিনের মধ্যেই এই ছবি চলে আসবে পর্দায়। ছবি নিয়ে রণবীর আশাবাদী। তবে এর সাফল্য বা ব্যর্থতা আর তাঁকে তেমন ভাবে ভাবায় না, সেকথাও বলতে ভোলেননি রণবীর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement