এক্সপ্লোর
বাবা অক্ষয় কুমার ও মা টুইঙ্কলের সঙ্গে সিনেমা দেখতে এল ছোট্ট নিতারা

1/12

মুম্বইয়ের একটি মুভি থিয়েটারে এই ছবি ধরা পড়েছে। (সমস্ত ছবি-মানব মঙ্গলানি)
2/12

অক্ষয় ও টুইঙ্কলের দুটি সন্তান। বড় ছেড়ে আরভের বয়স ১৬। আর নিতারা ছয় বছরের।
3/12

নিতারা ও টুইঙ্কল।
4/12

নিতারা ও টুইঙ্কল।
5/12

বাবা-মায়ের সঙ্গে নিতারা মুভি থিয়েটারে যায়।
6/12

মা ও মেয়ের ছবি যখন আলোকচিত্রীরা তুলছিলেন, তখন নিতারার মুখে ছিল হাসি।
7/12

একটি সুন্দর ঝলমলে ফ্রক পরেছিল নিতারা। আর টুইঙ্কলের পরণে ছিল মেরুন টপ আর ডেনিম।
8/12

এরপর মায়ের হাত ধরে মুভি থিয়েটারের দিকে রওনা দেয় নিতারা।
9/12

তিনজন গাড়ি থেকে নামেন। মা টুইঙ্কল নামার পর গাড়ি থেকে নামে নিতারা।
10/12

আলোকচিত্রীদের ক্যামেরার আলোর ঝলসানি দেখে কিছুটা উচ্ছ্বসিত হয়ে ওঠে সে।
11/12

অক্ষয়ের সঙ্গে এসেছিলেন তাঁর স্ত্রী টুইঙ্কল খন্না। আর তাঁদের মেয়ে নিতারা।
12/12

‘কেসরি’ সিনেমার তারকা অক্ষয় কুমার সপরিবারে একটি সিনেমা দেখতে এসেছিলেন। তবে সঙ্গে ছিল না অক্ষয়ের ছেলে আরভ ভাটিয়া।
Published at : 12 Mar 2019 09:54 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
