এক্সপ্লোর
Advertisement
হাইকোর্টের পর 'ইন্দু সরকার'-এর মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে সঞ্জয় গাঁধীর 'মেয়ে'
নয়াদিল্লি: হাইকোর্টের পর এবার 'ইন্দু সরকার'-এর মুক্তির ওপর নিষেধাজ্ঞার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিজেকে সঞ্জয় গাঁধীর কন্যা হিসেবে দাবি করা প্রিয়া সিংহ পল। শুক্রবারই মধুর ভাণ্ডরকরের এই ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে বম্বে হাইকোর্ট গত ২৪ জুলাই এক রায়ে ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দেয়।
আজ দেশের শীর্ষ আদালতে তিন বিচারক বিশিষ্ট বেঞ্চের সামনে প্রিয়া সিংহ পলের আইনজীবী দাবি করেন, ছবিতে বহু ঘটনা রয়েছে যেগুলো সাজানো। এবং ছবিটি মুক্তি পেলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর পক্ষে সেটা সম্মানহানিকর হবে। বেঞ্চের প্রধান বিচারপতি দীপক মিশ্র। এছাড়াও রয়েছেন বিচারপতি অমিতাভ রায় এবং এ.এম খানউইলকার। তাঁরা এই আর্জির শুনানির জন্যে অন্য কোনও তারিখ দিতে রাজি হননি বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছেন সঞ্জয় গাঁধীর বায়োলজিকাল কন্যা। তাঁরা চান কোনওভাবেই যেন ছবিটি ২৮ জুলাই মুক্তি না পাক। প্রসঙ্গত, গত ২৪ জুলাই বম্বে হাইকোর্ট তার রায়ে বলে, অভিযোগকারী মহিলা এখনও পর্যন্ত আদালতে এমন কোনও মামলা করেননি, যার মাধ্যমে আদালত এই ছবির মুক্তির বিষয় হস্তক্ষেপ করতে পারে। এছাড়া রায় একথাও দাবি করা হয়, সঞ্জয় গাঁধীর কোনও আইনত স্বীকৃত বংশধর নিষেধাজ্ঞার দাবি তুলে আদালতের দ্বারস্থ হননি, তাই তারা এবিষয়ে অন্যরকম কিছু ভাবছে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement