এক্সপ্লোর
Advertisement
কোভিড পরীক্ষা করে হোক ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং, মানা হোক নতুন পদ্ধতি, বলছেন প্রবীণ থেকে নবীন পরিচালকরা
করোনা আতঙ্ক কাটিয়ে শ্যুটিং শুরুর আগে সরকারের তরফে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। তবে কি সিনেমা নির্মাণের ব্যাকরণটাই বদলে যাবে? কী বলছেন টালিগঞ্জের প্রথম সারির পরিচালকরা? খোঁজ নিল এবিপি আনন্দ।
কলকাতা: আলো ঝলমলে মাল্টিপ্লেক্স! সবেমাত্র শেষ হয়েছে ইভিনিং শো। হল ছেড়ে বেরিয়ে আসছে কালো কালো মাথার সারি। সদ্য দেখা সিনেমার কোনও ঘটনা বা চরিত্র নিয়ে আড্ডা মারতে মারতেই চলছে খাওয়া দাওয়া। হৈ হুল্লোড় করতে করতে বাড়ির পথে ফেরা। বাঙালির জীবনের অতি পরিচিত এই ছবি ফিরে পাওয়ার অপেক্ষা শুরু হয়ে গেল জোরকদমে। বাংলা সিনেমার শ্যুটিং শুরু করার জন্য একের পর এক বৈঠক চলছে আর্টিস্ট ফোরামে। টলিপাড়ার ব্যস্ত পরিচালকদের মধ্যে কারও হাতে একঝাঁক ছবির কাজ। কেউ লকডাউন পর্বের আগে বিদেশ থেকে শ্যুটিং সেরে ফিরেছেন। বাকি দেশের মাটিতে শ্যুটিং আর পোস্ট প্রোডাকশনের কাজ। কেউ কেউ আবার এই অবসরে কাটাছেঁড়া শুরু করেছেন পরবর্তী সিনেমার চিত্রনাট্য নিয়ে। করোনা আতঙ্ক কাটিয়ে শ্যুটিং শুরুর আগে সরকারের তরফে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। তবে কি সিনেমা নির্মাণের ব্যাকরণটাই বদলে যাবে? সুরক্ষাবিধি মানতে গিয়ে কি আপস করতে হবে চিত্রনাট্যের সঙ্গে? কী বলছেন টালিগঞ্জের প্রথম সারির পরিচালকরা? খোঁজ নিল এবিপি আনন্দ।
- তরুণ মজুমদার
শ্যুটিং চালু হবার পর কেমন করে মানা হবে সামাজিক দূরত্ব? উত্তরে প্রবীণ পরিচালক বললেন,'এমন করে চিত্রনাট্য পরিকল্পনা করতে হবে যেখানে অভিনেতা অভিনেত্রীর মধ্যে পর্যাপ্ত দূরত্ব থাকবে, কিন্তু বজায় থাকবে গল্পের উত্তেজনা ও ঘটনাপ্রবাহ। এইভাবে চিত্রনাট্য সাজাতে পারলে করা যেতে পারে শ্যুটিং। করোনা পরিস্থিতি মাথায় রেখে শ্যুটিং-এর নতুন পরিকল্পনা করতে হবে পরিচালককেই। আমাদের সময়ে এই পরিস্থিতি কখনও হয়নি।' সুরক্ষা নিশ্চিত করেই ফের কাজ শুরু করার বার্তা দিলেন তিনি।
- গৌতম ঘোষ
- শিবপ্রসাদ মুখোপাধ্যায়
- রাজ চক্রবর্তী
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement