Radhe Shyam New Poster: নীল গাউনে পূজা, চোখ ফেরাতে পারছেন না প্রভাস! প্রকাশ্যে নতুন ছবি
জন্মাষ্টমীতে মুক্তি পেল দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি 'রাধে-শ্যাম'-এর নতুন পোস্টার। ছবিতে দেখা মিলল নায়িকা পূজা হেগড়েও।
মুম্বই: জন্মাষ্টমীতে মুক্তি পেল দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি 'রাধে-শ্যাম'-এর নতুন পোস্টার। ছবিতে দেখা মিলল নায়িকা পূজা হেগড়েও। নতুন এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস ও পূজা।
নীল চোখধাঁধানো গাউে মগ্ন হয়ে পিয়ানোয় সুর তুলেছেন পূজা। তাঁর গাউনের শেষ অংশ যেন পরিণত হয়েছে ময়ূরের পেখমে। আর পিয়ানোর ওপর হাত রেখে তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন নায়ক। প্রভাস। আজ, জন্মাষ্টমীতে মুক্তি পেল প্রভাস ও পূজা অভিনীত 'রাধে শ্যাম'-এর নতুন পোস্টার। ময়ূরের পেখম থেকে শুরু করে নীল রঙ, পোস্টারে রইল আজকের বিশেষ দিনের ছোঁয়াও। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টারটি শেয়ার করেছেন প্রভাস থেকে শুরু করে অন্যান্য তারকারা।
গত বছর 'রাধে শ্যাম' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। বাহুবলীখ্যাত প্রভাস এবং বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের লাল পোস্টার সোশ্যাল মিডিয়ায় যেন লাল রঙের ঝড় বইয়ে দিয়েছিল। কয়েক মিলিয়ন শেয়ার হয় ছবির পোস্টারটি। তখন থেকেই ছবির নির্মাতাদের থেকে বার বার শোনা গিয়েছিল যে 'রাধে শ্যাম' রিলিজ করবে ২০২১ এর ৩০ জুলাই। কিন্তু, করোনা পরিস্থিতির জন্যই 'রাধে শ্যাম' ছবির রিলিজ দিন পিছিয়ে গিয়েছে। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই জানিয়েছিলেন প্রভাস। পাশপাশি, কিছুদিন আগেই 'রাধে শ্যাম' ছবির নতুন একটা পোস্টারও তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
নতুন পোস্টার পোস্ট করে প্রভাস সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আমার রোম্যান্টিক ফিল্মের রিলিজের জন্য আর অপেক্ষা করতে পারছি না। যদিও আরও কিছুদিন সবাইকে অপেক্ষাই করতে হবে। কারণ, 'রাধে শ্যাম' রিলিজ করবে ২০২২-এর ১৪ জানুয়ারি।' প্রভাসের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রভাসের অনুরাগীদের এই খবরেও একটু মনখারাপ। পোস্ট অনুযায়ী, এখনও প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে 'রাধে শ্যাম'-এর জন্য! তাঁরা আশায় ছিলেন, যদি জুলাইয়ের ডেট পিছিয়েও যায়, তাহলেও যেন এই বছরের কোনও এক সময় ছবিটি রিলিজ করবে। কিন্তু, সেটা যে পিছিয়ে গিয়ে পরের বছর হয়ে যাবে, ভাবতে পারেননি কেউই। তাই প্রভাসের অনুরাগীদের মধ্যে অনেকেই একটু আশাহত হয়েছেন।