এক্সপ্লোর
একটা ছবি করেই কঙ্গনা নিজেকে রাণি লক্ষ্মী বাঈ ভাবলে শাহরুখও অশোক! কটাক্ষ প্রকাশ রাজের
সেই পোস্টারে প্রকাশ লিখেছেন, একটা ছবি করেই কঙ্গনা নিজেকে রাণি লক্ষ্মী বাঈ ভাবলে তো দীপিকাও পদ্মাবতী, হৃত্বিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগত্ সিংহ, আমির মঙ্গল পান্ডে, বিবেক মোদিজি!
![একটা ছবি করেই কঙ্গনা নিজেকে রাণি লক্ষ্মী বাঈ ভাবলে শাহরুখও অশোক! কটাক্ষ প্রকাশ রাজের Prakash Raj takes a dig at Kangana Ranaut: If one film makes Kangana think that she is Rani Laxmi Bai, then... একটা ছবি করেই কঙ্গনা নিজেকে রাণি লক্ষ্মী বাঈ ভাবলে শাহরুখও অশোক! কটাক্ষ প্রকাশ রাজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/14031408/prakash.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এবার কঙ্গনা রানাউতকে কটাক্ষ দক্ষিণের নামী অভিনেতা প্রকাশ রাজের। কঙ্গনা যে প্রায়ই মণিকর্নিকা-দি ক্যুইন অব ঝাঁসি ছবিতে রাণি লক্ষ্মী বাঈয়ের চরিত্রে অভিনয়ের উল্লেখ করেন, সেই প্রসঙ্গ টেনে শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন, অজয় দেবগণ, বিবেক ওবেরয়দের ছবির একটি কোলাজ সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। যথাক্রমে অশোক, মঙ্গল পান্ডে, পদ্মাবতী, আকবর, ভগত্ সিংহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চরিত্রে অভিনয় করেছেন এই তারকারা। কোলাজে লক্ষ্মী বাঈ কঙ্গনার ছবিও আছে। সেই পোস্টারে প্রকাশ লিখেছেন, একটা ছবি করেই কঙ্গনা নিজেকে রাণি লক্ষ্মী বাঈ ভাবলে তো দীপিকাও পদ্মাবতী, হৃত্বিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগত্ সিংহ, আমির মঙ্গল পান্ডে, বিবেক মোদিজি!
#justasking pic.twitter.com/LlJynLM1xr
— Prakash Raj (@prakashraaj) September 12, 2020
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মহারাষ্ট্রে জোট সরকারের শরিক শিবসেনার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে ট্যুইট করায় পাল্টা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তাঁকে মুম্বই ফিরতে বারণ করেন। গত ৯ সেপ্টেম্বর কঙ্গনা, কেন্দ্রীয় সরকার তাঁকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দেওয়ার ঘোষণা করার পর মুম্বই ফেরেন। আর সেদিনই বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বইয়ে তাঁর দপ্তরের একাংশ বুলডোজার চালিয়ে ভেঙে দেয় বহন্মুম্বই পুরসভা।
নিজের জাতীয়তাবাদী মানসিকতার প্রমাণ হিসাবে প্রায়ই মণিকর্নিকার উদাহরণ দেন কঙ্গনা। তিনি ট্যুইট করেও দাবি করেন, সবসময় মহারাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন। লেখেন, মহারাষ্ট্রের প্রতি দরদ দেখানো সব চাপলুদের জানা দরকার, হিন্দি সিনেমার ইতিহাসে আমিই প্রথম অভিনেতা বা পরিচালক যে বড় পর্দায় হাজির করেছে মারাঠিদের গর্ব শিবাজি মহারাজ, রাণি লক্ষ্মী বাঈকে। আর ওই লোকগুলোই এই ছবির রিলিজের সময় আমার প্রবল বিরোধিতা করেছে।
এদিকে প্রকাশের কটাক্ষের পাল্টা কঙ্গনা ভক্তরাও জবাব দিয়েছেন। একজন ট্যুইট করেন, শ্রদ্ধেয় প্রকাশ রাজ, উনি কঠিন পরিশ্রমে আয় করে কেনা বাড়ি, ওঁর সম্পত্তি হারিয়েছেন। আপনার কাছে সিনেমার চরিত্রদের সঙ্গে তুলনা করা সহজ। কিন্তু আপনার বাড়ি ভাঙা পড়লে কী হত! আরেকজনের ট্যুইট, স্যর ব্যক্তিগত ভাবে আপনাকে সাচ্চা মানুষ ভাবি, শ্রদ্ধাও করি। কিন্তু এবার পারলাম না। উনি সম্পত্তি, অফিস হারিয়েছেন। শুধু ভাবুন, এই অতিমারীর সময় কত লোক তাঁদের কাজ হারালেন এতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)