এক্সপ্লোর
Advertisement
গোয়ায় স্কুটারে ধাক্কা, বেপরোয়া গাড়ি চালানোয় অভিযুক্ত বলিউড অভিনেতা, পরীক্ষার জন্য রক্তের নমুনা দিতে অস্বীকার
পানাজি: প্রতীক বব্বরকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় অভিযুক্ত করল গোয়া পুলিশ। বুধবার বিকেলে পানাজি-মাপুসা হাইওয়ের ওপর বলিউড অভিনেতার গাড়ি একটি স্কুটারে ধাক্কা মারে বলে অভিযোগ পেয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। কিন্তু বছর তিরিশের প্রতীক অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালাতে চালাতে বেসামাল হয়ে পড়েছিলেন কিনা, জানার জন্য রক্তের নমুনা পরীক্ষা করতে বলা হলে তিনি বেঁকে বসেন। তিনি নমুনা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। পরভোরিম থানার ইনসপেক্টক পরেশ নায়েক সাংবাদিকদের বলেন, ওনাকে মাপুসা টাউনের সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে তিনি রক্তের নমুনা দিতে চাননি। তিনি জানান, মোটর ভেহিকলস আইনে একটি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে। প্রতীক তাঁকে ঘটনার পর শাসানি দেন বলে সংশ্লিষ্ট স্কুটার আরোহী অভিযোগ করায় ভারতীয় দণ্ডবিধির আওতায়ও অভিনেতাকে অভিযুক্ত করা যায় কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
প্রতীককে বৃহস্পতিবার থানায় জেরার জন্য ডাকা হয়েছে বলে জানান নায়েক।
পাওলো কোরিয়া নামে স্কুটার আরোহীর অভিযোগ, তিনি স্কুটারে বোনকে নিয়ে যাচ্ছিলেন, সেসময় একটি গাড়ি স্কুটারে ধাক্কা মারে। চালকের আসনে ছিলেন প্রতীক। দুর্ঘটনার পর কথা কাটাকাটির সময় প্রতীক তাঁকে গালিগালাজ করেন। পাল্টা প্রতীকও কোরিয়ার বিরুদ্ধে তাঁর গাড়ির উইন্ডো শিল্ড ভেঙে দেওয়ার অভিযোগ দায়ের করেন। প্রতীকের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অভিনেতা রাজ বব্বর, প্রয়াত স্মিতা পাতিলের ছেলে প্রতীক ‘জানে তু ইয়া জানে না’, ‘ধোবি ঘাট’, ‘দম মারো দম’, ‘মাই ফ্রেন্ড পিন্টো’র মতো বলিউডি ছবিতে কাজ করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement