এক্সপ্লোর
অন্ত:সত্ত্বা অনুষ্কাতে মজে নেটিজেনরা
যুযবেন্দ্র চহালের বাগদত্তা ধনশ্রীর সঙ্গে বসে খেলা দেখছেন অনুষ্কা। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে দুজনে কয়েকটা চেয়ার ছেড়ে বসলেও মাঝেমধ্যেই খোশগল্প করতে দেখা গিয়েছে তাঁদের।

দুবাই: জানুয়ারিতে আসছে নতুন অতিথি। আপাতত তাই বিশ্রামে অনুষ্কা শর্মা। সংযুক্ত আরব আমিরশাহিতে চলতে থাকা আইপিএলে সঙ্গী হয়েছেন বিরাট কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ থাকলেই তাঁর দেখা মিলছে গ্যালারিতে। আর এর মাঝেই মা হতে চলা অনুষ্কাকে নিয়ে মজেছেন নেটিজেনরা। মন নিয়ে খেলা উপভোগ থেকে নায়িকার চেহারার জেল্লা, সবকিছুই আলোচনার বিষয়বস্তু। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে দেখা যায় যুযবেন্দ্র চহালের বাগদত্তা ধনশ্রীর সঙ্গে বসে খেলা দেখছেন অনুষ্কা। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে দুজনে কয়েকটা চেয়ার ছেড়ে বসলেও মাঝেমধ্যেই খোশগল্প করতে দেখা গিয়েছে তাঁদের। অনুষ্কার পরণে ছিল সাদা কুর্তি। দিল্লির কাছে হেরে গেলেও অবশ্য বিরাট ব্রিগেডের প্লে অফ যাত্রা আটকায়নি। বড় রান না পেলেও বিরাট রয়েছেন ছন্দেই। ব্যক্তিগত জীবনে নতুন দায়িত্ব শুরুর আগে বিরাট দাঁড়িয়ে অধরা আইপিএল খেতাব জয়ের হাতছানির সামনে। আর তাঁর সেই কাজে পাশে থেকে ভরসা জুগিয়ে চলেছেন অনুষ্কা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















