Prithviraj Trailer Out: পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের কাহিনি নিয়ে আসছে 'পৃথ্বীরাজ', প্রকাশ্যে ট্রেলার
Prithviraj Trailer Out: 'পৃথ্বীরাজ' হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। নতুন মুক্তির তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে এটি ৩ জুন থেকে দেখা যাবে।
নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার অবসান। মুক্তি পেল অক্ষয় কুমার (Akshay Kumar), সোনু সুদ (Sonu Sood), মানুষী চিল্লার (Manushi Chhillar), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ' (Prithviraj) ছবির ট্রেলার। ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে করোনার কারণে একাধিকবার ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ট্রেলারও প্রকাশ করা হল আজ।
প্রকাশ্যে 'পৃথ্বীরাজ' ছবির ট্রেলার
আজ, সোমবার, মুম্বইয়ে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার মুক্তি পেল। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালনা করেছেন এই ছবির। যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে এই গ্র্য়ান্ড পিরিয়ড ড্রামা।
নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে। এটি মূলত ফোকাস করবে কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয় আক্রমণকারী মহম্মদ ঘোরীর বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন। নিজের দেশ, নিজের মাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ট্রেলার সেই গল্পের ছোঁয়া স্পষ্ট।
ট্রেলারের কথা আসা যাক। বলাই বাহুল্য, ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। মানুষী চিল্লার বড়পর্দায় ডেবিউ করছেন এই ছবির হাত ধরে। তাঁকে পৃথ্বীরাজের প্রেমিকা রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে।
ছবির কলাকুশলীরা ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'শৌর্য্য ও বীরত্বের অমর গল্প... এটি সম্রাট পৃথ্বীরাজ চৌহানের গল্প।'
View this post on Instagram
'পৃথ্বীরাজ' হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। নতুন মুক্তির তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে এটি ৩ জুন থেকে দেখা যাবে।
আরও পড়ুন: Priyanka Chopra : হাসপাতালে দীর্ঘ যুদ্ধ সেরে কন্যা এল ঘরে, বুকের মাঝে নিয়ে ছবি দিলেন প্রিয়ঙ্কা