এক্সপ্লোর
Advertisement
অনস্ক্রিনে এবার বাবা মায়ের চরিত্রে 'দোস্তানা'র অভিষেক-প্রিয়ঙ্কা, মেয়ের ভূমিকায় কে দেখুন?
মুম্বই: ৯ বছর আগের 'দোস্তানা' ও 'ব্লাফমাস্টার'-এর হিট জুটি ফের পর্দায় ফিরছেন। তবে এবার তাঁরা অনস্ক্রিনে বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন। সূত্রের খবর, স্পেশাল চাইল্ডদের নিয়ে করা সোনালি বসুর পরবর্তী ছবিতে জায়রা ওয়াসিমের মা-বাবার চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন-প্রিয়ঙ্কা চোপড়া।
সূত্রের খবর, সোনালি বসুর এই ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে। আইশা চৌধুরীর জীবন অবলম্বনে হবে তৈরি হবে এই ছবি। সেই আইশার চরিত্রেই দেখা যাবে দঙ্গলখ্যাত জায়রাকে। আইশা তাঁর শারীরিক বাধা পেরিয়ে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, পরে বইও লেখেন। আইশা জন্মের সময়ই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। পরে ১৩ বছর বয়সে তাঁর পালমোনারি ফাইব্রোসিস নামে এক অসুখ ধরা পড়ে। কিন্তু শারীরিক ভাবে এতগুলো অসুখে আক্রান্ত হয়েও, কেউ থামাতে পারেননি আইশাকে। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে ২০১৫ সালে মাত্র আঠারো বছর বয়সে আইশার মৃত্যু হয়। সেই আইশার জীবন নিয়ে এগোবে ছবির চিত্রনাট্য।
এখন ছবির প্রিপ্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সোনালি। এবছরের মাঝামাঝি থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement