বলিউড থেকে পা বাড়িয়েছেন হলিউডে। যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করছেন তিনি। তিনি মনে করেন, নারীবাদ মানে এটা নয় যে, নিজেদের পুরুষদের থেকে বড় করে দেখা।
2/5
তিনি নারীবাদী, তবে এর অর্থ এই নয় যে পুরুষদের খাটো নজরে দেখতে হবে বা তাদের ঘৃণা করতে হবে। এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।
3/5
প্রিয়ঙ্কা বলেছেন, নারীবাদ হল যে সিদ্ধান্ত আমি নিই তার ভিত্তিতে যাচাই না করে আমাকে সমান সুযোগ দেওয়া হোক। যেমন স্বাধীনতা পুরুষদের বহুকাল ধরে রয়েছে। প্রিয়ঙ্কা বলেছেন, নারীবাদে পুরুষদের প্রয়োজন রয়েছে।
4/5
প্রিয়ঙ্কা বলেছেন, আমার এমন অনেক বন্ধু রয়েছে, যারা বলে যে, আমরা নারীবাদী নই। আমার এটা বোধগম্য হয় না। নারীবাদের প্রয়োজন রয়েছে, কারণ, মহিলাদের সমান অধিকার ছিল না। এ জন্যই পুরুষবাদ নেই। কারণ, তাদের কাছে এই অধিকার সর্বদাই রয়েছে।
5/5
কোয়ান্টিকো তারকা বলেছেন, যখন কেউ নিজেকে নারীবাদী বলতে নারাজ হলে তখন তাঁর খুব আশ্চর্য লাগে।