এক্সপ্লোর
Advertisement
অস্কারে নিউটন, হতাশ প্রিয়ঙ্কা চোপড়া?
নয়াদিল্লি: দিন কয়েক আগেই সদ্য মুক্তিপ্রাপ্ত 'নিউটন'-এর অস্কার যাত্রার খবর সামনে আসে। রাজকুমার রাও অভিনীত 'নিউটন'-এর পর্দায় মুক্তির দিনই অস্কার মঞ্চে যাওয়ার কথা ঘোষণা করা হয়।তারপর থেকেই পুরো 'নিউটন' টিম কার্যত ক্লাউড নাইনে রয়েছে। এই ছবি দেখে বাকরুদ্ধ মহাতারকা অমিতাভ বচ্চন। প্রশংসায় মুখর গোটা বলিউড। কিন্তু এত প্রশংসা, সাফল্যের মাঝে একজন 'নিউটন'-এর অস্কার যাত্রার খবরে হতাশ। তিনি হলেন প্রিয়ঙ্কা চোপড়া। সূত্রের খবর, প্রিয়ঙ্কার মা মধু চোপড়াও নাকি এই খবরে হতাশ।
এই হতাশার নেপথ্য কারণ হল, 'নিউটন' অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে মনোনীত হওয়ায় প্রিয়ঙ্কার মরাঠা ছবি 'ভেন্টিলেটর'-এর অস্কার যাত্রার স্বপ্ন ভঙ্গ হয়েছে। সূত্রের খবর, প্রিয়ঙ্কার আশা ছিল, তাঁর এই মরাঠি ছবিই অস্কার মঞ্চে যাবে। ছবির পরিচালক রাজেশ মহাপুষ্করের দাবি, এই খবরে একটু হলেও ভেঙে পড়েছেন প্রিয়ঙ্কা। কারণ, তাঁর সবসময়ই ধারণা ছিল, এই ছবি অস্কারে যাবে, সবচেয়ে বেশি আলোচনা হবে, কারণ তিনি আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তাঁর ছবির চিত্রনাট্যও যথেষ্ট ভাল ছিল। তাই 'ভেন্টিলেটর'-এর গোটা টিমই গত ২২ সেপ্টেম্বরের দিকে তাকিয়ে ছিল। তাঁদের আশা ছিল এবং প্রিয়ঙ্কাও স্বপ্নে বুক বেঁধে ছিলেন। সেইজন্যেই তাঁরা মারাত্মকভাবে হতাশ, খবর সূত্রের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement