এক্সপ্লোর
হলিউডকে আপাতত বাই বাই করে ভারতে ফিরলেন প্রিয়ঙ্কা চোপড়া

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
মুম্বই: গত কয়েক বছর বলিউড থেকে কার্যত পাততাড়ি গুটিয়ে হলিউডবাসী হয়ে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে গতকাল রাতে আপাতত হলিউডকে গুডবাই করে মুম্বই ফিরে এলেন পিগি চপস। শনিবার রাতে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে লেন্সবন্দি হন প্রিয়ঙ্কা। সেসময় বিমানবন্দরে অভিনেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্যে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। প্রসঙ্গত, প্রায় এক বছর বাদে প্রিয়ঙ্কাকে দেখা গেল। নিউইয়র্কে দীর্ঘদিন ছিলেন প্রিয়ঙ্কা। ব্যস্ত ছিলেন 'কোয়ান্টিকো', 'বেওয়াচ'-এর কাজে। এইমুহূর্তে নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, এই একমাসে অভিনেত্রী এখানে তাঁর যে বিভিন্ন কমিটমেন্ট রয়েছে সেগুলোই পূরণ করবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















