Priyanka Chopra Nick Jonas : বিচ্ছেদের জল্পনার মাঝেই মোড় ঘুরিয়ে দিচ্ছে নিকের ছবিতে প্রিয়ঙ্কার এই কমেন্ট !
Priyanka Chopra Nick Jonas Divorce Rumour : নিকের ভিডিওতে প্রিয়ঙ্কার মন্তব্য নজর কাড়ছে। 'জি লে জারা' অভিনেত্রী কমেন্ট করেন, "Damn! I just died in your arms"
![Priyanka Chopra Nick Jonas : বিচ্ছেদের জল্পনার মাঝেই মোড় ঘুরিয়ে দিচ্ছে নিকের ছবিতে প্রিয়ঙ্কার এই কমেন্ট ! Priyanka Chopra Nick Jonas Divorce Rumour sparks On Internet, Priyanka comments on Nick's video Priyanka Chopra Nick Jonas : বিচ্ছেদের জল্পনার মাঝেই মোড় ঘুরিয়ে দিচ্ছে নিকের ছবিতে প্রিয়ঙ্কার এই কমেন্ট !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/2274e5dabff9e5b17e25c1c348f59d97_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তিনি সকলের পছন্দের পিগি চপস। তিনি ডনের 'জংলি বিল্লি'। তিনি বলিউডের 'দেশি গার্ল' । তিনি যা করেন তাই নিয়ে মুগ্ধ বলি থেকে হলি। কিন্তু সম্প্রতি সকলের নজরে নিকের সঙ্গে তাঁর ম্যারিটাল স্টেটাস। প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নাম থাকত প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। কিন্তু তিনি হঠাৎই নাম বদলে ফেলেছেন। প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে শুধু প্রিয়ঙ্কা চোপড়া রেখেছেন ! আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটদুনিয়ায়। তাহলে কি নিক জোনাসের সঙ্গে সম্পর্কে ফাটল? তাহলে কি বিবাহবিচ্ছেদের ইঙ্গিত? যদিও প্রিয়ঙ্কা চোপড়া কিংবা নিক জোনাসকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি ! তবে সেই জল্পনা বেশ কিছুটা ফিকে করে দিল নিকের শারীরীক কসরতের ভিডিওতে প্রিয়ঙ্কার কমেন্ট ।
নিক জোনাস সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে তার বাইসেপ দেখিয়ে কসরত করতে দেখা যাচ্ছে। নিকের Monday motivation ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর নজরকাড়া আকর্ষণীয় চেহারা। অভিনেতা-গায়ক নিক তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ভিডিওটিতে রিঅ্যাক্ট করেছেন। ইন্টারনেটে এই দম্পতির বিচ্ছেদের সমস্ত গুজবের মধ্যেই, নিকের ভিডিওতে প্রিয়ঙ্কার মন্তব্য নজর কাড়ছে। 'জি লে জারা' অভিনেত্রী কমেন্ট করেন, "Damn! I just died in your arms"
View this post on Instagram
আরও পড়ুন :
বিয়ে ভাঙছে প্রিয়ঙ্কা চোপড়ার?
প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যখন 'সিটাডেল' অভিনেত্রী তার ইনস্টাগ্রাম বায়োতে শুধুমাত্র তার প্রথম নাম প্রিয়াঙ্কা রাখেন। প্রিয়ঙ্কা ২০১৮ সালে নিকের সঙ্গে বিয়ের ঠিক পরেই তার স্বামীর পদবি জোনাস-ও ব্যবহার করা শুরু করেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন কিনা।
এদিকে, প্রিয়ঙ্কার মা মধু চোপড়া একটি সাক্ষাৎকারে সব গুজব উড়িয়ে দেন। তিনি প্রিয়ঙ্কা ও নিকের মধ্যে কোনও সমস্যা নেই !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)