কামিনে ও তেরি মেরি কাহানি সিনেমার পর শাহিদ কপূরের সঙ্গেও প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। যদিও দুজনেই এই জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি।
2/7
২০০৮-এ হরমন বাবেজার সঙ্গে লভ স্টোরি ২০৫০ এবং হোয়াটস মাই রাশি সিনেমার পর প্রিয়ঙ্কা ও হরমনের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়।
3/7
যদিও শাহরুখ ও প্রিয়ঙ্কা দুজনেই বিষয়টি গুজব বলে খারিজ করে দিয়েছিলেন। কিন্তু দুজনের সম্পর্ক নিয়ে জল্পনায় নিয়ে শাহরুখ পত্নী গৌরি ক্ষুন্ন হয়েছিলেন বলে খবর।এরপর আর শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কাকে কোনও সিনেমায় দেখা যায়নি।
4/7
বিভিন্ন সিনেমার প্রচারে শাহরুখের সঙ্গে তাঁর সহ তারকাদের বন্ধুত্বের সম্পর্ক কখনও গোপন থাকে না। একটা সময় প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। ডন, ডন ২ সিনেমার প্রচারে শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠা একটু বেশি বলেই জল্পনা ছড়িয়েছিল।
5/7
জানা গেছে, এই জল্পনা আদৌ ভালো লাগেনি অক্ষয়-পত্নী টুইঙ্কল খন্নার। টুইঙ্কলের আপত্তিতে অক্ষয় প্রিয়ঙ্কার সঙ্গে আর কোনও সিনেমায় কাজ করেননি বলে খবর। প্রিয়ঙ্কা অবশ্য এরপরও তাঁর অভিনয়, নৃত্যশৈলি ও সৌন্দর্য্যে দর্শকদের মনে জায়গা করে নেন। অক্ষয় কুমারের পর প্রিয়ঙ্কার নাম জড়িয়ে যায় বলিউডের কিং খান অর্থাত শাহরুখ খানের সঙ্গে।
6/7
বিদেশি নিকের সঙ্গে সম্পর্ক জড়ানোর আগে কয়েকজন দেশি বয়েজের সঙ্গে দেশি গার্লের রাম যুক্ত হয়েছিল। এরমধ্যে চারজনের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন নিয়ে ঝড় উঠেছিল বলিউডে। কেরিয়ারের শুরুতেই অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়ঙ্কার নাম জড়িয়ে পড়ে। অক্ষয়ের সঙ্গে একের পর এক সিনেমা করতে থাকায় মনে করা হচ্ছিল, দুজনে বোধহয় একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছেন। সেই খবরে আরও হাওয়া দিয়েছিল বিভিন্ন ধরনের জল্পনা।
7/7
বেশ কিছুদিন ধরেই বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে। এরইমধ্যে সামনে এসেছে তাঁদের বাগদানের খবরও। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়েছে। হলিউড তারকা নিকের সঙ্গে সম্পর্কের আগে প্রিয়ঙ্কার প্রেম নিয়ে আগেও বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়িয়েছিল।