এক্সপ্লোর
রান্না শিখছেন প্রিয়ঙ্কা, কী রাঁধলেন, পোস্ট করলেন নিক
দাম্পত্যের মিষ্টি মন্তাজে যুক্ত হল আরও একটি ছবি। সম্প্রতি সামনে এসেছে ইউরোপে ছুটি কাটানোর সময় পিগি চপসের রান্না শেখার ভিডিও। শেয়ার করেছেন নিক-ই।

নয়াদিল্লি: বিয়ের আগে থেকেই সম্পর্কের মিঠে কোলাজ নেটিজেনদের সঙ্গে শেয়ার করে থাকেন পিগি চপস। বিয়ের পরও প্রিয়ঙ্কা-নিকের অনুরাগীরা নিয়মিতই দেখতে পান যুগলের ভালবাসার সম্পর্কের নানা ছবি। দাম্পত্যের মিষ্টি মন্তাজে যুক্ত হল আরও একটি ছবি। সম্প্রতি সামনে এসেছে ইউরোপে ছুটি কাটানোর সময় পিগি চপসের রান্না শেখার ভিডিও। শেয়ার করেছেন নিক-ই। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কা পাস্তা সস রাঁধছেন। আর তাঁকে নির্দেশ দিচ্ছেন একজন শেফ। ভিডিওটিতে শোনা যাচ্ছে, নিক প্রশ্ন করছেন, রান্না করার মধ্যে তোমার সবথেকে কী করতে মজা লাগছে? প্রিয়ঙ্কার উত্তর, আমি আসলে বিশেষ রান্না করতে পারি না। কিন্তু আশেপাশে শেফ থাকলে মনে হয়, আমি পেরে যাব।
ছবিতে নিকের ক্যাপশন, ডেট নাইটে জমাটি রান্না। কয়েকদিন আগেই প্রিয়ঙ্কা তাঁর দেওর জো জোনাস ও সোফি টার্নারের বিয়েতে গোলাপি শাড়িতে সেজেছিলেন। সেই ছবি মুগ্ধ করে নেটিজেনদের। সম্প্রতি নিক-প্রিয়ঙ্কা একটি নৌকোবিহারের ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিটিতেও মুগ্ধ অনুরাগীরা একের পর এক কমেন্ট করতে থাকেন। প্রিয়ঙ্কার আগামী ছবি ‘স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির অপেক্ষায়। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















