Priyanka Chopra In India: প্রথমবার নিক ও কন্য়া মালতিকে নিয়ে ভারতে প্রিয়ঙ্কা, স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়া ভিড়
Priyanka Chopra In India: স্বামী নিক ও কন্য়া মালতিকে নিয়ে ভারতে এলেন প্রিয়ঙ্কা চোপড়া।
কলকাতা: গত বছর ১৫ই জানুয়ারী'দেশি গার্ল'-এর কোলে এসেছিল কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর দিয়েছিলেন প্রিয়ঙ্কা। আর এবার কন্য়া মালতি মেরি ও স্বামী নিক জোনাসের সঙ্গে ভারতে এলেন প্রিপপয়ঙ্কা চোপড়া। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়।
প্রসঙ্গত, যখন প্রথমবার সন্তান হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছিলেন প্রিয়ঙ্কা, সেইসসময়, সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি। তারপর ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' পোস্টে ট্যাগ করেছিলেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে। একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী, গায়ক নিক জোনাস। তিনিও পোস্টে স্ত্রী প্রিয়ঙ্কাকে ট্যাগ করেছেন।
আরও পড়ুন...
Pathaan: বিকিনি বিতর্কে অবশেষে মুখ মুখলেন 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দ
সম্প্রতি নিজের 'বেডটাইম স্টোরি' অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি, নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে 'বেডটাইম স্টোরি' ক্য়াপশান দিয়ে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁর ছোট্ট কন্য়া মালতি মেরি অকাতরে ঘুমোচ্ছে। এর পাশাপাশি নিক জোনাসও তাঁর ও মালতির জুতোর ছবি পোস্ট করে লিখেছেন ড্য়াডি-ডটার অর্থাৎ বাবা-মেয়ে। আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্টের ও লাইক ভরে যায়।
তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের (Nick Jonas) কোল আলো করে এসেছিল প্রথম সন্তান (First Child)। তাঁদের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছিল অনুরাগীরাও। সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছিল নতুন অভিভাবকের পোস্টে। শুভেচ্ছা জানিয়েছিলেন একাধিক টিনসেল তারকাও। বর্তমানে মাতৃত্বের স্বাদ, অভিভাবকত্বের স্বাদ একান্তের উপভোগ করছেন নিক-প্রিয়াঙ্কা।
কিছুদিন আগে, একরত্তি মেয়ে মালতীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। যেখানে দেখা যাচ্ছিল, তাঁর কোলে বসে ছোট্ট মালতী। এক মনে পাতা উল্টে চলেছে ম্যাগাজিনের। কিছু পড়তে না পারলেও পড়াশোনায় মগ্ন খুদে। সোশ্যাল মিডিয়ায় স্টেটাসে নায়িকার এই ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। প্রিয়ঙ্কা যেন আর ৫ জনের মতোই সাধারণ মা। আর অবসব যাপনে তাঁর সঙ্গী পুতুল পুতুল মেয়ে।