মেয়ের পোশাক খারাপ ছিল মনে করেননি প্রধানমন্ত্রী, বিতর্কের মুখে দাবি প্রিয়ঙ্কা চোপড়ার মায়ের
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়ার ড্রেস বিতর্কে এবার মেয়ের সমর্থনে মুখ খুললেন অভিনেত্রীর মা।
মায় দুয়েক আগে জার্মানির বার্লিনে হাঁটু-ঝুল ড্রেস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন প্রিয়ঙ্কা। সেই ছবি প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন প্রিয়ঙ্কা। অনেকেই তাঁর পোশাক-জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। অনেকের আবার অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য প্রিয়ঙ্কার পোশাক ‘সংস্কৃতির পরিপন্থী’ ছিল।
এদিন মেয়ের হয়ে জোরাল সওয়াল করেন প্রিয়ঙ্কার মা মধূ চোপড়া। এক সাক্ষাতকারে তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার প্রিয়ঙ্কার পোশাকে কোনও খারাপ দেখতে পাননি। তিনি দাবি করেন, সাক্ষাতের পর, পিএমও থেকে তাদের সঙ্গে যোগাযোগ করাও হয়। সেখানে বলা হয়েছে, প্রিয়ঙ্কার পোশাক প্রধানমন্ত্রী ‘খারাপ মনে করেননি’।
সাক্ষাতকারে মধূ আরও জানান, প্রিয়ঙ্কা সেদিন যে পোশাক পরেছিলেন, তার নেকলাইন থুতনি পর্যন্ত ছিল। হাত ছিল ঢাকা। সেই সময় প্রিয়ঙ্কা তাঁর অভিনীত ছবির প্রচারে যাচ্ছিলেন। লবিতে দুজনের ক্ষণিকের সাক্ষাত হয়। সেই সময় তিনি কি শাড়ি পরে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে দুমিনিট সময় চাইতেন? প্রশ্ন মধূর।