এক্সপ্লোর
Advertisement
বন্ধ হয়ে যেতে চলেছে প্রিয়ঙ্কার টিভি সিরিয়াল কোয়ান্টিকো
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়ার জনপ্রিয় টিভি শো কোয়ান্টিকো বন্ধ হয়ে যাচ্ছে। এবিসি টিভি নেটওয়ার্ক সিদ্ধান্ত নিয়েছে, আরও অনেক সিরিয়ালের মতই কোয়ান্টিকোও বন্ধ করে দেবে তারা। অর্থাৎ বর্তমানে চলতে থাকা কোয়ান্টিকো-র তৃতীয় সিজন শেষ হয়ে গেলে আপাতত আর মার্কিন টেলিভিশনে দেখা যাবে না প্রিয়ঙ্কাকে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গল্প নিয়ে এগিয়েছে কোয়ান্টিকো। প্রিয়ঙ্কাকে প্রথম দিকে এখানে দেখা যায় এফবিআই ট্রেনি অ্যালেক্স পারিসের ভূমিকায়, যাঁকে জঙ্গি বলে সন্দেহ করা হয়। পরে গল্প অনেক এগিয়েছে, প্রিয়ঙ্কার চরিত্রেও এসেছে বহু ঘাত প্রতিঘাত। তবে কোয়ান্টিকো বন্ধ হয়ে যাওয়া নিয়ে তাঁর কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিনেতা কাল পেন সিরিয়ালটির বন্ধ হয়ে যাওয়ার খবর উল্লেখ করে প্রিয়ঙ্কাকে টুইট করেছেন, চল, তাহলে একটা সিনেমা করা যাক। জবাবে প্রিয়ঙ্কা বলেছেন, নিশ্চয়, নিশ্চয়।
[embed]https://twitter.com/kalpenn/status/995045900983635968[/embed]
[embed]https://twitter.com/priyankachopra/status/995086132026241024?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fhollywood%2Fpriyanka-chopra-s-tv-show-quantico-cancelled-so-kal-penn-wants-to-do-a-film-with-her%2Fstory-iKI4mWprOaOkhThm0zZd7N.html&tfw_site=httweets[/embed]
তবে জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে গেলেও প্রিয়ঙ্কার হাতে কিন্তু কাজের অভাব নেই। দুটি হলিউড ছবি করছেন তিনি, আ কিড লাইক জেক ও ইজনট ইট রোম্যান্টিক। ইতিমধ্যেই অভিনয় করেছেন ডয়েন জনসনের সঙ্গে বেওয়াচ ছবিতে। ৩ বছর পর করতে চলেছেন হিন্দি ছবিও। সলমন খানের ভারত ছবিতে দেখা যাবে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement