Prosenjit Chatterjee: ছেলে মিশুকের জন্মদিন, উৎসব বাড়িতে কেক কেটে উদযাপন প্রসেনজিতের
Trishanjit Birthday: আজ মিশুকের সঙ্গে ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, 'শুভ জন্মদিন মিশুক। অনেক, অনেক ভালোবাসা, আশীর্বাদ সবসময়ই আছে... খুব ভালো থাকিস'
কলকাতা: ছেলে মিশুকের জন্মদিন। সকাল সকাল তাই উৎসব বাড়িতে হাজির কেক। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-র মুখে কেক তুলে দিয়ে বড় হওয়া উদযাপন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের (Trishanjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন টলিউডে ইন্ডাস্ট্রি।
প্রত্যেক বছরই ছেলে মিশুকের জন্মদিন পালন করেন প্রসেনজিৎ। তবে এবারের জন্মদিনে মিশুকের পাশে দেখা গেল না মা অর্পিতা চট্টোপাধ্যায়কে (Arpita Chatterjee)। প্রত্যেক বছরই বাবা মায়ের সঙ্গে জন্মদিন পালনে অভ্যস্ত মিশুক। আজ সোশ্যাল মিডিয়ায় বাবা ছেলের কাটানো ভাল সময়ের কোলাজ শেয়ার করে নিলেন প্রসেনজিৎ।
আরও পড়ুন: Alia Bhatt on Kate Winslet: বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন কেট উইন্সলেট, পুরনো সাক্ষাৎকার শেয়ার আলিয়ার
সদ্য একটি নতুন সিরিজ শুরু করেছেন প্রসেনজিৎ। সেখানে ১ মিনিটে নিজের পুরনো কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়েছে এই ছোট্ট সিরিজ। সেখানে বিভিন্ন সংলাপ, ছবির জনপ্রিয়তা, সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেতা।
আজ মিশুকের সঙ্গে ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, 'শুভ জন্মদিন মিশুক। অনেক, অনেক ভালোবাসা, আশীর্বাদ সবসময়ই আছে... খুব ভালো থাকিস। অনেক খুশি আর সাফল্যের শুভকামনা রইল তোর জন্য। ভগবান মঙ্গল করুন।'
View this post on Instagram