Prosenjit on Bohurupi: শিবপ্রসাদকে শাহরুখ খানের সঙ্গে তুলনা! 'বহুরূপী' দেখে আপ্লুত প্রসেনজিৎ
Prosenjit Chatterjee on Shiboproshad Mukherjee: এই ছবি নিয়ে এবিপি লাইভকে শিবপ্রসাদ বলছেন, 'রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর 'বহুরূপী' সাফল্য দিল'
কলকাতা: ইতিমধ্যেই এই ছবির মুকুটে জুড়েছে একের পর এক পালক। পুজোর ছবির মধ্যে একমাত্র 'বহুরূপী', যা ছুঁয়েছে ১০ কোটির লক্ষমাত্রা। এই বছরের মধ্যে প্রথম কোনও বাংলা ছবি ছুঁল ১০ কোটির লক্ষ্যমাত্রা। আর এবার এই ছবিটি দেখতে হাজির স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কী বললেন তিনি?
সদ্য 'বহুরূপী' দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভীষণ প্রশংসা করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন প্রসেনজিৎ। আদর করে জড়িয়ে ধরেন শিবপ্রসাদকে। আপ্লুত প্রসেনজিৎ নাকি হলে বসেই চিৎকার করেছেন, হাততালি দিয়েছেন। প্রসেনজিতের কথায়, 'এত বড় স্কেলের ছবি খুব মিস করি এখন। বহুরূপী বেশ বড় স্কেলের ছবি, আর সেই মশলাটাও রয়েছে। হলে বসে আমি চিৎকার করছি, হাততালি দিচ্ছি.. দুর্দান্ত।' এমনকি শিমুল পলাশ গানের স্টেপও নেচে দেখান প্রসেনজিৎ।
এই ছবি নিয়ে এবিপি লাইভকে শিবপ্রসাদ বলছেন, 'রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর 'বহুরূপী' সাফল্য দিল। উইন্ডোজ় এরপরে আরও নতুন নতুন ছবি নিয়ে আসবে, নতুন গল্প বলবে। আমরা একটা কথাই বিশ্বাস করি, ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় 'ছবির বিষয়'-এর। যখন 'হামি' ছবিটা প্রযোজনা করেছিলাম, সবাই বলেছিলেন, 'দুটো বাচ্চার মুখ দিয়ে পোস্টার, কে দেখবে'। কিন্তু 'হামি' সেই বছরের সবচেয়ে হিট ছবি ছিল উইন্ডোজ-এর। 'বহুরূপী' আমাদের নিজেদের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।'
তবে এই ছবির সাফল্য একা কাউকে দিতে নারাজ শিবপ্রসাদ। তিনি বলছেন, 'বহুরূপী' সাফল্য পেয়েছে টিম ওয়ার্কের জন্যই। প্রত্যেকে ভাল কাজ করেছে। আর হ্যাঁ, শুধু অভিনেতা অভিনেত্রী নন, টেকনিশিয়ান্সরাও। আমাদের যিনি রূপটান শিল্পী, তিনি আলাদাভাবে প্রশংসিত হয়েছে। যিনি ক্যামেরার কাজ করছেন, তিনি ও মুম্বই পর্যন্ত প্রশংসিত হয়েছে। আবহসঙ্গীত থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর.. প্রত্যেকে প্রশংসা পেয়েছেন। প্রস্থেটিক ছাড়ায় আমায় বা কৌশানীকে বদলে দিয়েছিলেন আমাদের রূপটান শিল্পী। হল ভিজিটে গিয়ে দেখেছি কেউ 'শিমুল পলাশ', কেউ 'ডাকাতিয়া বাঁশি' গানের জন্য চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সব মিলিয়ে এটা একটা সম্মিলিত প্রয়াস ছিল, একটা ভাল কাজ করার প্রচেষ্টা ছিল। সেই জায়গা থেকে যে কাজটা সাফল্য পেয়েছে, এটাই বিশাল পাওয়া। এই ছবিতে অনেক থিয়েটারের শিল্পীরাও রয়েছেন। দর্শকেরা যদি ভাবেন কেবলমাত্র তারকারাই হিট ছবি উপহার দিতে পারেন, তাঁদেরও ভুল প্রমাণিত করবে এই ছবি।'
আরও পড়ুন: Roma Michael: খোলামেলা পোশাকে মার্জার সরণীতে আসতেই মুহূর্তে ভাইরাল পাক মডেল, কে এই রোমা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে