Roma Michael: খোলামেলা পোশাকে মার্জার সরণীতে আসতেই মুহূর্তে ভাইরাল পাক মডেল, কে এই রোমা?
Who Is Roma Michael: পাকিস্তানের একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রোমা। ২৯ বছরের এই সুন্দরী মডেলের বাড়ি পাকিস্তানের লাহোরে।
কলকাতা: রোমা মাইকেল। ইতিমধ্যেই এই নামটির সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল তিনি। বিকিনি পরে, মার্জার সরণীতে হাঁটার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই রীতিমতো ভাইরাল এই পাকিস্তানি মডেল। কিন্তু কেন? কে এই রোমা মাইকেল?
সম্প্রতি একটি আন্তর্জাতির সুন্দরী প্রতিযোগিতায় (Miss Grand International 2024) সাঁতারের পোশাক পরে হাঁটার বিভাগে বিকিনি পরে হেঁটেছেন রোমা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাগও করে নিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই রোমা নাকি কটুক্তির মুখে পড়েছেন। 'রক্ষণশীল দেশ' বলে পরিচিত পাকিস্তানে রোমার এই সাহসী পদক্ষেপের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে যেমন রোমার সাহসের প্রশংসা করেছেন, অনেকে আবার রীতিমতো সমালোচনা করেছেন রোমার এই বিকিনি পরে মার্জার সরণীতে হাঁটার মতো সাহসীকতাকে। রোমাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কেন তিনি হিজাব পরে ব়্যাম্পে হাঁটেননি, সেই নিয়েও উঠেছে প্রশ্ন।
পাকিস্তানের একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রোমা। ২৯ বছরের এই সুন্দরী মডেলের বাড়ি পাকিস্তানের লাহোরে। পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি, বহু নামি সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসেবেও পরিচিত রোমা। মোট কথা, তিনি দীর্ঘদিন কাজ করে নিজের জমি বেশ শক্ত করে ফেলেছেন। তবে মডেল অভিনেত্রীর এই সাহসী পদক্ষেপের জন্য তাঁকে বেশ সমালোচিতই হতে হল। রোমার ভিডিও প্রকাশ্যে আসতেই সেটাকে অশ্লীল বলে গালিগালাজ করেছেন পাকিস্তানের নেটাগরিকরা। অন্যদিকে পাকিস্তানের নারী স্বাধীনতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে রীতিমতো কটুক্তির শিকার হতে হয়েছে রোমাকে।
‘তু জিন্দেগি হ্যায়’, 'দিল্লি গেট', পেয়ারি নিম্মো’-র মতো ধারাবাহিকে রোমার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় রোমা। ইনস্টাগ্রামে তার ৭৭ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন রোমা। তবে এর আগে, রোমা এমন মেটালিক বিকিনি পরে ব়্যাম্পে হাঁটার সাহস দেখাননি। এই প্রতিযোগিতাটি ছিল থাইল্যান্ডে। সেখান থেকেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি।
দক্ষিণ এশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলারেট ডিগ্রি করেছেন রোমা। ২০১৩ সাল থেকে রোমা প্রথম মডেলিং শুরু করে এবং পাকিস্তানের একজন পরিচিত মডেল হয়ে ওঠেন। মডেলিংয়ের পাশাপাশি ধারাবাহিক ও সিনেমাতেও অভিনয় করেছেন রোমা।
View this post on Instagram
আরও পড়ুন: Prosenjit Chatterjee: মামার বাড়িতে নাকি ভূত থাকত, স্টুডিওয় মাঝরাতে ঘুঙুরের আওয়াজ পেতেন প্রসেনজিৎ!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে