Puja Banerjee at Karva Chauth: ছাঁকনি, লাইটার আর জলের বোতল দিয়ে 'করবা চৌথ' পালন পূজার, নেটদুনিয়া বলছে, 'ছেলেখেলা করবেন না'
Puja Banerjee News: কুণাল ভার্মার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বিবাহিত পূজা। প্রেম করেই বিবাহ তাঁদের
কলকাতা: গোটা দেশ করবা চৌথ পালন করেছে গতকাল। সারাদিনের উপোস আর তারপরে একেবারে নববধূর বেশে তৈরি হয়ে স্বামীর মঙ্গলকামনায় পালন করা বিশেষ এই দিনটি। এমনটাই তো হয়ে থাকে সবসময়। কিন্তু যদি আয়োজন করে করবা চৌথ পালন না করা যায় তো? তাহলে আর কি.. পূজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee)-র মতোই পথেই পালন করতে হয় করবা চৌথ! সোশ্যাল মিডিয়ায় অভিনব করবা চৌথের ভিডিও শেয়ার করে নিলেন টলিউড বলিউডের নায়িকা।
কুণাল ভার্মার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই বিবাহিত পূজা। প্রেম করেই বিবাহ তাঁদের। সোশ্যাল মিডিয়ায় আজ এক অভিনব পন্থায় করবা চৌথ পালনের ভিডিও শেয়ার করে নিয়েছেন পূজা। স্বামী কুণালের সঙ্গেই কোথাও যাচ্ছিলেন তিনি। চাঁদ দেখে মাঝ পথেই গাড়ি থামিয়ে দেন এই জুটি। ঝাঁঝরি তাই, চাই পথের পাশের একটি দোকান থেকে পূজা চেয়ে আনেন ছাঁকনি। তারপরে ঝাঁঝরির বদলে ছাঁকনি আর প্রদীপের বদলে লাইটার দিয়েই প্রথমে চাঁদ আর তারপরে স্বামীর মুখ দেখেন পূজা। জলের বোতল থেকে জল খাইয়ে উপোস ভাঙান কুণাল। সোশ্যাল মিডিয়ায় আজ এই ভিডিও পোস্ট করে পূজা লিখেছেন, 'আমি যেখানেই থাকি.. আমি চিরকাল তোমায় ভালবাসি কুণাল। আমার আয়ু ও যেন তুমি পেয়ে যাও।'
সোশ্যাল মিডিয়ায় পূজার এই ভিডিও দেখে সকলেই অবাক, বেশ প্রশংসিত হয়েছে তাঁর এই উদ্যোগ। তবে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, 'এত গুরুত্বপূর্ণ একটা পুজোকে নিয়ে এ কি ছেলেখেলা?' অনেকে আবার লিখেছেন, 'এটা মজার বিষয় নয়। দয়া করে এই রীতিটার সম্মান করুন'। প্রসঙ্গত পূজার এক পুত্রও রয়েছে, নাম কৃশিব। পূজা সবসময়েই কৃশিবকে সময় দেন তাঁর কেরিয়ার সামলে। কৃশিবের জন্যই পূজা এখন অনেক বেছে কাজ করেন।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।