Pushpa: সেরা অভিনেতা, পরিচালক সহ সাতটি পুরস্কার 'পুষ্পা'-র ঝুলিতে, ধন্যবাদ জানালেন অল্লু অর্জুন
ilmfare Awards South 2022: দক্ষিণী ছবির প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম অল্লু অর্জুন। করোনা পরবর্তী পরিস্থিতিতে গোটা বিশ্বে যে পরিমাণ ব্যবসা করেছে 'পুষ্পা', তা রেকর্ড অঙ্কের তো বটেই
মুম্বই: দক্ষিণের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২ -এর পুরস্কারের মঞ্চে 'পুষ্পা-ঝড়'। সেরা অভিনেতা, পরিচালক থেকে শুরু করে ৭টি খেতাব জিতে নিল পুষ্পা। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানালেন ছবির নায়ক 'পুষ্পা' ওরফে অল্লু অর্জুন (Allu Arjun)।
দক্ষিণী ছবির প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম অল্লু অর্জুন। সৌজন্যে 'পুষ্পা দ্য রইস' (Pushpa The Rise)। করোনা পরবর্তী পরিস্থিতিতে গোটা বিশ্বে যে পরিমাণ ব্যবসা করেছে এই ছবি, তা রেকর্ড অঙ্কের তো বটেই। ছবির জনপ্রিয়তা এতটাই যে এই ছবির দ্বিতীয় ভাগের কথাও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন নির্মাতা সংস্থা।
আর আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আল্লু অর্জুন লেখেন, 'ফিল্মফেয়ারে পুষ্পা ঝড়। সেরা অভিনেতা (Best Actor), সেরা পরিচালক (Best Director), সেরা সঙ্গীত পরিচালক (Best Music Director), সেরা সিনেমাটোগ্রাফি (Best Cinematography), সেরা মহিলা সঙ্গীতশিল্পী (Best Female Singer) ও সেরা ফিল্ম (Best Film)। সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।
আরও পড়ুন: Amitabh Bacchan Birthday: জন্মদিনের প্রাক্কালে নতুন ছবির পোস্টারে ঝলমল করে উঠলেন অমিতাভ
View this post on Instagram