‘Srivalli’ English Version: অল্লু অর্জুনের 'শ্রীভল্লি' এখন ইংরেজিতে, গাইলেন ওলন্দাজ গায়িকা
‘Srivalli’ English Version: ছবিতে এই গানটি গেয়েছেন সিড শ্রীরাম। সম্প্রতি, এমা হিস্টারস (Emma Heesters), একজন ওলন্দাজ গায়িকা 'পুষ্পা'র এই 'শ্রীভল্লি' গানের একটি ইংরেজি সংস্করণ তৈরি করেছেন।
নয়াদিল্লি: সাম্প্রতিককালে যে সকল ছবি বক্স অফিস কাঁপিয়েছে তাদের মধ্যে প্রথম দিকের নাম অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' (Allu Arjun starrer Pushpa: The Rise)। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় এই ছবি। সেই থেকে সাড়া জাগিয়েছে সুকুমার (Sukumar) পরিচালিত পুষ্পা। দেশের অন্য়তম সফল ছবি এবং ২০২১-এর সবচেয়ে বড় ব্লকবাস্টার এটি।
শুধু বক্স অফিসেই নয়, এই ছবির গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। সবচেয়ে বেশি রিলস তৈরি হচ্ছে ছবির 'শ্রীভল্লি' গানে। দেশের একাধিক তারকার পাশাপাশি বিদেশের খেলোয়াড়রা পর্যন্ত এই গানে পা মিলিয়ে ভিডিও পোস্ট করেছেন। এছাড়া সাধারণ মানুষের উচ্ছ্বাস তো আছেই।
ছবির জন্য গানগুলি লেখেন চন্দ্রবোস, এই গানটি গেয়েছেন সিড শ্রীরাম। সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। গানের হিন্দি সংস্করণ গেয়েছেন জাভেদ আলি।
সম্প্রতি, এমা হিস্টারস (Emma Heesters), একজন ওলন্দাজ গায়িকা 'পুষ্পা'র এই 'শ্রীভল্লি' গানের একটি ইংরেজি সংস্করণ তৈরি করেছেন।
গানটি ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন শ্রোতারা। নিজের ট্যুইটার হ্যান্ডলে গানটি শেয়ার করেছেন সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদও। সিড শ্রীরাম ও এমাকে ট্যাগ করে তিনি লেখেন, 'খুব ভাল লাগল।' সিড শ্রীরামকে ট্যাগ করে তিনি লেখেন, 'ভাই, রেকর্ডিংয়ের সময় তোমাকে বলেছিলাম মজা করেই একটা ইংরেজি সংস্করণ তৈরি করি, কিন্তু এটা তো ভীষণ সুন্দর।'
Loved this🎶❤️🎶
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) February 5, 2022
Hey @sidsriram bro,I told U when we recorded,lets do an English version 4 Fun,but here’s a lovely cover by @emmaheesters 😎🎶😍
May be we shud do our version too🎤 @alluarjun @aryasukku @javedali4u @boselyricist @adityamusic @TSeries https://t.co/9K3qAD4o1H
তবে এমা এই প্রথম কোনও হিন্দি গানের ইংরেজি সংস্করণ তৈরি করলেন এমন নয়। প্রায়ই একাধিক হিন্দি ও পঞ্জাবী গান ইংরেজিতে গেয়ে পোস্ট করেন তিনি। তাঁর ইউটিউবে প্রায় ৫০ লক্ষ সাবস্ক্রাইবার আছে।
আরও পড়ুন: The Kashmir Files Release: নতুন দিন ঘোষণা, কবে মুক্তি পাবে 'দ্য কাশ্মীর ফাইলস'?