Music Concert in Indonesia: বিদেশের মাটিতে বাংলা গানের উৎসব, ভালবাসার সুরে অভিজিৎ, সুদেশ, অনিকেরা
Pyaar Ka Mausam: এই মিউজিক কনসার্টে অংশ নিয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য্য, সুদেশ ভোঁসলে, অনীক ধর ও অন্যান্য শিল্পীরা।
কলকাতা: বিদেশের মাটিতে দেশি গানের আসর। ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজন করা হয়েছিল একটি বিশেষ মিউজিক কনসার্টের। নাম দেওয়া হয়েছিল, 'পেয়ার কা মৌসম' (Peyaar Ka Mausham)। আর সেখানেই বাংলা থেকে অংশ নিয়েছিলেন এক ঝাঁক শিল্পীরা। এই মিউজিক কনসার্টে অংশ নিয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya), সুদেশ ভোঁসলে (Sudesh Bhosle), অনীক ধর (Aneek Dhar) ও অন্যান্য শিল্পীরা। আজ দুপুর ২টোর সময় জি-বাংলায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
জি বাংলার বিভিন্ন ধারাবাহিকে পালন করা হয়েছে 'ভ্যালেন্টাইন্স ডে' (Valentines Day) সপ্তাহ। সেখানে বিভিন্ন গল্পে দেখানো হয়েছে ভালবাসার বিভিন্ন গল্প। তবে এই অনুষ্ঠানটি একেবারে আলাদা। বিদেশের মাটিতে ভারতীয় গানের মাধুর্য্য ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। যেহেতু ফেব্রুয়ারিকে ভালবাসার মাস বলে মনে করা হয়, তাই ভালবাসার থিমেই সাজানো হয়েছে গানের সম্পূর্ণ অনুষ্ঠানটা।
অভিজিৎ ভট্টাচার্য্য বাঙালি হলেও তাঁর বাসস্থান মুম্বই। টলিউড থেকে বলিউড.. বিভিন্ন জায়গাতেই রয়েছে তাঁর অনুরাগীরা। দু'জায়গাতেই চুটিয়ে কাজ করেছেন তিনি। বাংলা থেকে হিন্দি, সমস্ত ভাষাতেই অগাধ যাতায়াত তাঁর। বিদেশের মাটিতে, গানের এই অনুষ্ঠানে অন্যতম মূখ্যভূমিকা পালন করেছেন তিনিই। সেইসঙ্গে রয়েছেন সুদেশ ভোঁসলে-ও। দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন সুদেশ।
একই মঞ্চে রয়েছেন অনীক ধরও। রিয়্যালিটি শো-এর হাত ধরেই প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন অনীক। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। জনপ্রিয় হয়েছেন দর্শকদের মধ্যেও। ব্যক্তিগত জীবনেও অনীক বেশ সংসারী। এক কন্যা ও এক পুত্রসন্তানের বাবা তিনি। অনীকের অনুরাগীদের সংখ্যাও কম নয়। এই গানের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে অনীকের দরাজ গলা।
এই অনুষ্ঠানটি লাইভ হয়েছিল ইন্দোনেশিয়ায়। আর এবার, সেই অনুষ্ঠানটিই টেলিকাস্ট হবে জি বাংলার পর্দায়। বিদেশে তো সুরের জাদুতে সবাই মুগ্ধই, তবে এবার দেশেও সেই অনুষ্ঠানটি সম্প্রচার করতে উদ্যোগী নির্মাতারা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।