Didi No One: সেরায়-সেরায় টক্কর.. এবার 'দিদি নম্বর ওয়ান'-এর শিরোপা উঠবে কার মাথায়?
Rachana Banerjee: আজ ২১ শে জুলাই। কাজেই দিদি নম্বর ওয়ান-এর শ্যুটিং আগেভাগেই সেরে নিয়েছেন রচনা। আর আজ তিনি রয়েছেন একুশের সভামঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই।
কলকাতা: অনেকগুলো দিন পেরিয়ে, আজ সেরা 'দিদি'-কে বেছে নেওয়ার দিন। আজ জি-বাংলার 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)-এর গ্র্যান্ড ফিনালে। জনপ্রিয় এই রিয়্যালিটি শো সঞ্চালনা করেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পরে গ্র্যান্ড ফিনালেতে এসেছেন ৪ জেলা। মুর্শিদাবাদ, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর। এই চার জেলার প্রতিনিধিদের নিয়েই আজ খেলা হবে 'দিদি নম্বর ওয়ান'।
আজ শো-তে থাকছেন একাধিক বিশেষ অতিথিরা। থাকছেন অনীক ধর, ইধিকা পাল থেকে শুরু করে একাধিক অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীরা। এদিন বিশেষ কিছু কিছু আয়োজন থাকবে খেলায়। এই শো নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আজ আমরা বাংলার সেরা দিদি নম্বর ওয়ান পেয়ে যাব। গত ১ মাস ধরে লড়াই চলেছে। প্রায় ৭০ থেকে ৮০ জন দিদি এখানে এসেছিলেন। প্রত্যেকে খেলেছেন, দারুণ সব পারফর্মমেন্স দেখেছি আমরা। আজ রাতের এপিসোড মিস করবেন না যেন।'
অনীক বলছেন, 'আমরা সবাই আজ গ্র্যান্ড ফিনালের মঞ্চে রয়েছি। এত বছরের সম্পর্ক জি বাংলার সঙ্গে, রচনাদির সঙ্গে। এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভাল লাগছে।' এই মঞ্চে অনীক ছাড়াও এদিন থাকবে একাধিক শিল্পীর পারফরম্যান্স। আর রচনার সাবলীল সঞ্চালনা তো রয়েছেই। প্রসঙ্গত, এখন কেবলমাত্র রুপোলি পর্দায় নয়, রাজনৈতিক দুনিয়াতেও পা দিয়েছেন রচনা। বর্তমানে হুগলীর সাংসদের দায়িত্ব তাঁকে কাঁধে। তবে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি অভিনেতা ও সঞ্চালিকার পরিচয়ও ছাড়তে চান না তিনি। আর তাই, রাজনৈতিক কেরিয়ার সামলানোর পাশাপাশি, তিনি সমানতালে করে গিয়েছেন 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিংও। আজ এই অনুষ্ঠানের শেষ এপিসোড সম্প্রচার হওয়ার পরে সম্ভবত শ্যুটিং থেকে সামান্য বিরতি নিতে পারেন রচনা।
আজ ২১ শে জুলাই। কাজেই দিদি নম্বর ওয়ান-এর শ্যুটিং আগেভাগেই সেরে নিয়েছেন রচনা। আর আজ তিনি রয়েছেন একুশের সভামঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই।
View this post on Instagram
আরও পড়ুন: Vikram Chatterjee: নতুন ছবির সাফল্য কামনায় রবি-সকালে গঙ্গাস্নান বিক্রমের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।