Radhe Shyam Box Office: মাত্র ৩ দিনেই রেকর্ড ব্যবসা, 'রাধে শ্যাম'-এর বক্স অফিস কালেকশন কত হল জানেন?
ছবি দেখার পর যেমনই প্রতিক্রিয়া দিয়ে থাকুন না কেন দর্শকেরা, ইতিমধ্যেই বিশ্বজুড়ে যে বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে 'রাধে শ্যাম', তা বোঝাই যাচ্ছে।
মুম্বই: 'বাহুবলী' প্রভাসের (Prabhas) বহু প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা 'রাধে শ্যাম' (Radhe Shyam) মুক্তি পেয়েছে মাত্র তিনদিন হয়েছে। আর মাত্র তিনদিনেই রেকর্ড ব্যবসা করে ফেলল এই ছবি। কেবলমাত্র হিন্দিতেই নয়, 'রাধে শ্যাম' মুক্তি পেয়েছে হিন্দি ছাড়াও ইংরেজি, তামিল, তেলুগু এবং আরও নানা ভাষায়।
এদিন 'রাধে শ্যাম' অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির তিনদিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে পোস্ট করেছেন। তিনি লেখেন, '৩ দিনে বিশ্বজুড়ে অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। বড় পর্দায় বিশ্বজুড়ে মাত্র ৩ দিনেই ১৫১ কোটি টাকার ব্যবসা করে ফেলল এই ছবি।' সঙ্গে হ্যাশট্য়াগে ব্লকবাস্টার রাধে শ্যামও লেখেন অভিনেত্রী।
আরও পড়ুন - Arunima Ghosh Exclusive: দর্শককে চেয়ার থেকে উঠতে দেবে না 'ইস্কাবনের বিবি': অরুণিমা ঘোষ
প্রসঙ্গত, 'রাধে শ্যাম' মুক্তি পাওয়ার পর থেকে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের। কোনও নেট নাগরিকের ছবিটি পছন্দ হয়েছে। আবার কোনও নেট নাগরিকের একেবারেই পছন্দ হয়নি ছবিটি। কেউ বলছেন ছবিটি ব্লকবাস্টার হিট। আবার কেউ বলছেন ফ্লপ হয়েছে। এক নেট নাগরিক 'রাধে শ্যাম' ছবিটি দেখার পর তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, 'সাধারণত আমি কোনও নায়কেরই অনুরাগী নই। আমি সিনেমা দেখতে ভালোবাসি। আমি জানি না কেন লোকেরা 'রাধে শ্যাম' দেখার পর নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। সত্যিই ছবিটি খুব সুন্দর। আমি ছবিটি দেখে একেবারেই হতাশ হইনি। অসাধারণ ভিজুয়াল। আর খুব সুন্দর ছবি।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, ''রাধে শ্যাম' ছবি দেখে আমার ব্লকবাস্টার হিট মনে হচ্ছে। গত এক দশকে আমি এত ভালো ছবি দেখিনি। এখনও পর্যন্ত এক দশকের সেরা ছবি আমার লেগেছে 'রাধে শ্যাম'। ছবির সিনেমাটোগ্রাফি, গান, ভিএফএক্স, অভিনয় সমস্ত কিছুই অসাধারণ। খুব সুন্দর একটা ছবি 'রাধে শ্যাম'। প্রভাসের অভিনয় এবং পূজা হেগড়ের সঙ্গে তাঁর কেমিস্ট্রি অসাধারণ। আমি তো পাঁচের মধ্যে সাড়ে চার নম্বর দেব।' ভালো প্রতিক্রিয়ার পাশাপাশি কোনও কোনও নেট নাগরিকদের মন্তব্য, এত টাকা খরচ করে তৈরি করা 'রাধে শ্যাম'-এর পরিশ্রম একেবারে জলে গিয়েছে। ছবিটি ভালো হয়নি একেবারেই।
তবে, ছবি দেখার পর যেমনই প্রতিক্রিয়া দিয়ে থাকুন না কেন দর্শকেরা, ইতিমধ্যেই বিশ্বজুড়ে যে বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে 'রাধে শ্যাম', তা বোঝাই যাচ্ছে।