Radhika Apte: মা হতে চলেছেন রাধিকা আপ্তে, বিয়ের ১২ বছর পর এল সুখবর
Radhika Apte Pregnancy News: এদিন রাধিকা আপ্তেকে দেখা যায় একটি অফ শোল্ডার কালো ড্রেস পরে থাকতে। আর এই কালো পোশাকের মধ্যে থেকেই স্পষ্ট ফুটে উঠতে দেখা যায় তার বেবিবাম্প।
Bollywood News: বলিউডের দুনিয়ায় একের পর এক সুখবর আসছে। কিছুদিন আগেই জানা গিয়েছে নীনা গুপ্তার কন্যা মাসাবা গুপ্তা মা হয়েছেন। প্রথম সন্তানের জন্ম (Bollywood News) দিয়েছেন তিনি। এবার আরও এক সুখবর। মা হতে চলেছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হতেই স্পষ্ট নজরে এল তাঁর বেবিবাম্প। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হলেন রাধিকা আপ্তে। কালো পোশাকে বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
রাধিকা আপ্তের এই লুক দেখে সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। রাধিকা আপ্তের এই ছবি তুমুল ভাইরাল সমাজমাধ্যমে। রাধিকা আপ্তে সম্প্রতি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন ১৬ অক্টোবর তাঁর অভিনীত ছবি 'সিস্টার মিডনাইট'-এর স্ক্রিনিংয়ের জন্য। সেখানেই বেবি বাম্প নিয়ে হাজির হন রাধিকা আপ্তে।
অনুরাগীদের অভিনন্দনের বন্যা, উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এই ছবি দেখে। রাধিকা আপ্তে লেখেন, 'সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার।' তবে এই পোস্টে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কোনো কথা উল্লেখ করেননি কিয়ারা আডবাণী। তিনি শুধু পোস্টে ছবি নিয়েই কথা বলেছেন। রাধিকা আপ্তে তার নিজের কিছু সিঙ্গল ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে, এই ছবিতে রেড কার্পেটে ছবির কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। অনুরাগীরা রাধিকাকে অভিনন্দন জানাচ্ছেন এই ছবি দেখে। জনৈক এক অনুরাগী লিখেছেন, 'রাধিকা গর্ভবতী, অভিনন্দন।' আরও একজন লিখেছেন যে রাধিকা, তোমার আগামী সন্তানের জন্য অনেক শুভেচ্ছা। তোমাকে খুব সুন্দর লাগছে।'
এদিন রাধিকা আপ্তেকে দেখা যায় একটি অফ শোল্ডার কালো ড্রেস পরে থাকতে। আর এই কালো পোশাকের মধ্যে থেকেই স্পষ্ট ফুটে উঠতে দেখা যায় তার বেবিবাম্প। রাধিকার লুক নিয়ে তুমুল চর্চা চলছে সমাজমাধ্যমে। ব্রিটিশ বেহালাবাদক ও সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেছিলেন রাধিকা আপ্তে। একজন থাকেন লন্ডনে এবং একজন থাকেন মুম্বইতে। রাধিকা আপ্তে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি করতে ভালবাসেন না। এমনকী নিজের সম্পর্কে বেশি কথা বলতেও পছন্দ করেন না। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবিতে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রাধিকা আপ্তেকে। মূলত এটি একটি ক্যামিও চরিত্র ছিল।
আরও পড়ুন: এই শহরগুলিতে আজ বন্ধ থাকছে ব্যাঙ্ক, এই মাসে আর কবে ছুটি ?