Raj Chakraborty: চলচ্চিত্র উৎসব শেষ হতেই নতুন দায়িত্ব পেলেন রাজ চক্রবর্তী!
Raj Chakraborty News: ছোট্ট ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'চেয়ারপার্সনের কাজ শেষ, বাবার কাজ শুরু'। ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে ২ হাতে ইউভানকে তুলে ধরেছেন রাজ।
কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ। তাই নতুন দায়িত্ব পেতেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)! আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। কী সেই দায়িত্ব?
সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, ধুতি পাঞ্জাবি পরেই রাজ খেলায় মেতেছেন ছোট্ট ছেলে ইউভান (Yuvaan)-এর সঙ্গে। একদিকে রাজ রাজনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন, অন্যদিকে চুটিয়ে পরিচালনার কাজও করছেন। কিন্তু ঘরে ফিরে তিনিও আর সবার মতোই ফ্যামিলি ম্যান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন পরিচালক। সেইসব টুকরো ছবিই ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়।
ছোট্ট ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'চেয়ারপার্সনের কাজ শেষ, বাবার কাজ শুরু'। ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে ২ হাতে ইউভানকে তুলে ধরেছেন রাজ। আর বাবার সঙ্গে খেলতে খেলতে খলখলিয়ে হেসে উঠছে ছোট্ট রাজপুত্র।
View this post on Instagram