এক্সপ্লোর
Health Tips: কোনও ওষুধ কাজ করবে না শরীরে, এই তিন মশলা বেশি খাওয়া চলবে না, জানালেন গবেষকরা
Risk of Spices: সবকিছুই হওয়া উচিত পরিমিত। কোনও কিছুই বেশি ভাল নয়, জানালেন গবেষকরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

সুস্বাস্থ্যের জন্য ঘরোয়া টোটকা বাতলে দেওয়ার লোকের অভাব নেই। হেঁশেলেই সুস্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বলে দাবি করেন অনেকেই। কিন্তু সেই হেঁশেলের মশলাপাতি নিয়েই এবার সতর্ক করলেন গবেষকরা।
2/10

বিশেষ করে হেঁশেলের তিনটি মশলার অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মতে, কেউ যতই উপদেশ দিন না কেন, ভুলেও এই তিন মশলা অতিরিক্ত ব্যবহার করা চলবে না। অন্যথায় মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের।
Published at : 17 May 2025 08:23 AM (IST)
আরও দেখুন






















