Abar Proloy: 'আবার প্রলয়' মুক্তির আগেই পরবর্তী অ্য়াকশান ছবির ঘোষণা রাজ চক্রবর্তীর! মুখ্য় চরিত্রে কে?
Raj Chakraborty's Abar Prolay: ওয়েব প্ল্যাটফর্মে আগামী কালই মুক্তি পাবে 'আবার প্রলয়'।
কলকাতা: ওটিটি প্ল্যাটফর্মে 'আবার প্রলয়'(Abar Proloy)- হাত ধরে আত্মপ্রকাশ করতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) প্রযোজিত এই সিরিজে ব্যাকব্রাশ করা চুলে, এক্কেবারে অ্যাকশন হিরো শাশ্বত। ট্রেলারে স্পষ্ট হয়ে গেছিল যে, ঋত্বিকের ভূমিকা অবশ্যই নেতিবাচক। আর এবার শুভশ্রী প্রকাশ্য়ে আছে ছবি নেপথ্য় কথা। সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ করা এই ভিডিওয় দেখা যাচ্ছে কীভাবে এই ছবির অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুটিং হয়েছিল।
এই ভিডিওয় মাধ্য়মে জানা যাচ্ছে, 'আবার প্রলয়'(Abar Proloy)-এর অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুট কীভাবে হয়েছিল। ভিডিওতে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানাচ্ছেন, বেশ কয়েকটি অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুটিং করতে লেগেছে প্রচুর প্রশিক্ষিত ফাইটার, প্রচুর পুলিশ, অনেক গাড়ি। শ্য়ুটিং-এর জন্য় একাধিক ড্রোন শটও নেওয়া হয়েছে বলে জানালেন পরিচালক (Raj Chakraborty)।
আরও পড়ুন...
পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের
এর পাশাপাশি ভিডিও শেষে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্য়ায়কে নিজের পরবর্তী অ্য়াকশান ছবিতেও নেওয়ার জন্য় সরাসরি অফার দিচ্ছেন পরিচালক রাজ (Raj Chakraborty) । আর শাশ্বত জানাচ্ছেন রাজকে না বলা প্রায় অসম্ভব। তবে দর্শকের উদ্দেশ্য় শাশ্বত বললেন যে আপতত রেস্ট নিন।
এই ছবির ট্রেলারেই ধরা পড়েছিল টানটান অ্যাকশন আর সেখানেই কার্যত একাই লড়াই করতে দেখা গিয়েছিল নায়ক অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্য়ায়কে। কালো লেদারের জ্যাকেট, সানগ্লাস, হেয়ারস্টাইল.. সব মিলিয়ে রীতিমত অ্যাকশন থ্রিলারের অনুভূতি দিয়োছিল এই ট্রেলার।
উল্লেখ্য় এই ছবিতে দেবাশীষ মণ্ডলকে (Debashish Mondal)-কে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), নুসরত ফারিহা (Nusrat Farihah), সোহিনী সেনগুপ্ত (Sohini sengupta), জুন মাল্য (June Malliya), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta), সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও লোকনাথ দে (Lokhnath Dey)।
আরও পড়ুন...
অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা
জি ফাইভ (Zee Five) ওয়েব প্ল্যাটফর্মে আগামী কালই মুক্তি পাবে এই সিরিজটি। দর্শকের এই সিরিজ কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial