Dev-Subhasree: 'বন্ধুত্ব' হল দেব শুভশ্রীর, সব দেখে শুনে রাজের প্রাক্তন স্ত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট
Raj Ex Wife Post: দুজনেই এখন ২ জনের জীবনে ব্যস্ত। শুভশ্রী বিবাহিত, তাঁর দুই সন্তান রয়েছে। অন্যদিকে দেব ও রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন

কলকাতা: মঞ্চে তাঁদের রসায়ন দেখে অনুরাগীরা ফিরছেন পুরনো দিনে। ৯ বছর আগে। এখনও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)। আগামী ছবি 'ধূমকেতু' (Dhumketu)-র প্রচারে ৯ বছর পরে, এক মঞ্চে দেব-শুভশ্রী। দুই প্রাক্তন। তাঁদের প্রেমের কথা জানত না, টলিউডে এমন মানুষ নেই। অনস্ক্রিনের সঙ্গে, অফস্ক্রিনেও তাঁদের জুটির ছিল জমজমাট রসায়ন। ব্যক্তিগত জীবনেও একে অপরের খুব কাছের মানুষ ছিলেন তাঁরা। তবে সম্পর্কের সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে তাঁদের জুটিও। দীর্ঘদিন আর একসঙ্গে সিনেমা করেন না শুভশ্রী আর দেব। কিন্তু তাঁদের করা এখনও পর্যন্ত অভিনীত শেষ ছবি 'ধূমকেতু' মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট। আর সেই সূত্রেই ৪৪৪৪ দিন পরে, এক মঞ্চে দেব- শুভশ্রী।
দুজনেই এখন ২ জনের জীবনে ব্যস্ত। শুভশ্রী বিবাহিত, তাঁর দুই সন্তান রয়েছে। অন্যদিকে দেব ও রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে এদিন মঞ্চে যেন তাঁরা ফিরিয়ে আনলেন নস্ট্যালজিয়া। আর দুই প্রাক্তনের এক মঞ্চে আসার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিল একটা পোস্ট। সেই পোস্ট কার? রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র-র। সোশ্যাল মিডিয়ায় তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। কারোর নাম করেননি শতাব্দী। তবে তাঁর পোস্টের ইঙ্গিতে যে রাজ রয়েছেন, তা বুঝেছেন সবাই।
কী লিখেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী? শতাব্দী লিখেছেন, 'কিরে কেমন লাগছে? আমারও ঠিক এইরকমই লেগেছিল। ঠিক এইরকমই। বুঝলি তো.. History Repeats। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো?... আমারও করেছিল, ঠিক ১৩ বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি আজ সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা.. আমারও খুব চেনা.. একই পথ ধরে।' গোটা পোস্টে শতাব্দী একবার ও রাজ বা শুভশ্রীর নাম না নিলেও নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি এই পোস্ট কাকে উদ্দেশ্য করে লেখা।
প্রসঙ্গত, ২০০৬ সালে বিয়ে হয়েছিল রাজের। শতাব্দীই ছিলেন রাজের প্রথম স্ত্রী। তবে শতাব্দীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রাজের। ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায় রাজ আর শতাব্দীর। এরপরে ২০১৮ সালে রাজ বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজ ও শুভশ্রীর দুই সন্তান রয়েছেন, ইউভান আর ইয়ালিনি। তাঁদের নিয়েই এখন সুখের সংসার রাজের।






















