Raj Kundra Arrest: গ্রেফতার স্বামী রাজ, শ্যুটিং বাতিল করলেন স্ত্রী শিল্পা
পের মাধ্যমে পর্ন ফিল্মের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। আর সেই জেরেই নিজের সমস্ত শ্যুটিং বাতিল করে দিলেন অভিনেত্রী।
মুম্বই: সবকিছু ঠিকই চলছিল। জোর কদমে শ্যুটিং, হাসিখুশি জীবনযাপন। হঠাৎ গ্রেফতারিতে ছন্দপতন ঘটল সবটার। অ্যাপের মাধ্যমে পর্ন ফিল্মের ব্যবসা করার অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। আর সেই জেরেই নিজের সমস্ত শ্যুটিং বাতিল করে দিলেন অভিনেত্রী।
অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।
মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।
একটি নামী চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকা পালন করছিলেন শিল্পা। তিনি ছাড়াও সেই শো-এর অন্য দুজন বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কপূর। এবিপি নিউজ সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত সেই শো-এর শ্যুটিং করেছিলেন শিল্পা। পরের দিনও কাজে আসার কথাই ছিল তাঁর। কিন্তু রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরেই সমস্ত শ্যুটিং-এর দিন বাতিল করে দেন শিল্পা। তবে শিল্পার একার জন্য শ্যুটিং বাতিল করেনি চ্যানেল কর্তৃপক্ষ। শিল্পাকে ছাড়াই বাকি দুই বিচারক ও প্রতিযোগীদের নিয়ে চালু রয়েছে শ্যুটিং।