(Source: ECI/ABP News/ABP Majha)
Rajatava Dutta: 'দর্শকদের প্রতিক্রিয়াই ফিরে আসার কারণ', এবার পাহাড়ে রহস্য সমাধানে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'
Rajatava Dutta New Web Series: গল্পের শুরুটা কিছুটা এমন, কলকাতার উপকণ্ঠে একটি ফার্ম হাউসের জমি থেকে উদ্ধার হয় দুটি কঙ্কাল। ফার্ম হাউসের মালিক পাহাড়ের ধনী ব্যবসায়ী। তাঁর সমাজসেবী পরিচয়ও রয়েছে।
কলকাতা: এই সিরিজের প্রথম অধ্যায় মুক্তি পেয়েছিল আগেই। আর ভাল প্রতিক্রিয়া পেতেই , সেই ইন্সপেক্টর নলিনীকান্তকেই (Inspector Nalinikanta) নতুন সিজনে ফিরিয়ে আনল ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম (Klikk OTT Platform)। এই প্ল্যাটফর্মে আসছে সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'ইন্সপেক্টর নলিনীকান্ত-২'। মুখ্যভূমিকায় অভিনয় করবেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। এছাড়াও এই সিরিজে রয়েছেন, অমৃতা চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, ছন্দক চৌধুরী, রাজা চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায়, মধুমিতা সেনগুপ্ত ও দেবাদ্রিতা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুদ্র। সম্পাদনা করছেন কৌস্তভ সরকার।
গল্পের শুরুটা কিছুটা এমন, কলকাতার উপকণ্ঠে একটি ফার্ম হাউসের জমি থেকে উদ্ধার হয় দুটি কঙ্কাল। ফার্ম হাউসের মালিক পাহাড়ের ধনী ব্যবসায়ী। তাঁর সমাজসেবী পরিচয়ও রয়েছে। শোনা যাচ্ছে, তিনি নির্বাচনেও লড়তে পারেন। এহেন সুপ্রিয় মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব নিয়ে নলিনীকান্ত স্ত্রী পরমাকে নিয়েই হাজির হন পাহাড়ে। তাকে রিসিভ করে লোকাল থানার সাব-ইন্সপেক্টর এবং গোর্খাল্যান্ড আন্দোলনের সময় নলিনীকান্তর জুনিয়র, শাক্য। এরপরে একের পর এক খুন আর রহস্যের ঘনীভূত জট কি ছাড়াতে পারবেন নলিনীকান্ত? সেই নিয়েই এই ওয়েব সিরিজের নতুন অধ্যায়।
এই সিরিজ নিয়ে সৌমিক চট্টোপাধ্যায় বলছেন, 'ইন্সপেক্টর নলিনীকান্ত চরিত্রটি আমার সৃষ্ট সবচেয়ে কাছের মানুষ, গোয়েন্দাদের মধ্যে অন্যতম। তার চারিত্রিক বৈশিষ্ট্য শুধু দর্শকরাই নয়, অভিনেতারাও প্রথম সীজনেই ভালবেসেছেন। বিভিন্ন বয়সের দর্শকদের কাছেও তিনি খুবই গ্রহণযোগ্য একটি চরিত্র হয়ে উঠেছিলেন। সেই কারণেই দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা।'
এই সিরিজ নিয়ে রজতাভ দত্ত বলেছেন, 'একটি সিরিজ যখনই প্রথম সিজন পেরিয়ে দ্বিতীয় সিজনের দিকে যাচ্ছে, তার মানেই দর্শকেরা সেটা গ্রহণ করছেন। নলিনীকান্তের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয়, সেটা হল নলিনীকান্ত কিন্ত সুপারকপ নন। তিনি একজন অনুভবী, স্নেহশীল মানুষ। একটু বয়স্ক পুলিশ, কিছুটা অগোছালো, পুরোপুরি সুস্থ নয়; কিন্তু দৃঢ় সংকল্পের আইন রক্ষক। আমাদের গত সিরিজে, আমরা বিভিন্ন স্তরের এবং বয়সের দর্শকদের প্রশংসায় অভিভূত হয়েছিলাম। গতবার, এটি শুধুমাত্র কলকাতা শহরের শুটে সীমাবদ্ধ ছিল। আমরা এবার ডুয়ার্সে শুট করেছি। সেটা বেশ চ্যালেঞ্জিং ছিল।
আরও পড়ুন: Aindrila Sharma: ২ বছর পরে হঠাৎ 'ফিরে এলেন' ঐন্দ্রিলা, থমকে গেল নেটদুনিয়া
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।