Rajeev-Charu: সম্পর্কে ভাঙন গুজব? জিয়ানাকে নিয়ে হোলির রঙে রাঙা হলেন রাজীব-চারু
গুজব উড়িয়ে একসঙ্গে। হোলির দিন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি ভাগ করে নিলেন রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)।
![Rajeev-Charu: সম্পর্কে ভাঙন গুজব? জিয়ানাকে নিয়ে হোলির রঙে রাঙা হলেন রাজীব-চারু Rajeev-Charu: Rajeev Sen and Ashopa Charu shares pictures together on Holi 2022 Rajeev-Charu: সম্পর্কে ভাঙন গুজব? জিয়ানাকে নিয়ে হোলির রঙে রাঙা হলেন রাজীব-চারু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/58fd0bb30146e643b6fc61fce982faf3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গুজব উড়িয়ে একসঙ্গে। হোলির দিন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি ভাগ করে নিলেন রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)। সঙ্গে একরত্তি কন্যা জিয়ানা (ZIANA SEN)। গালে আবির, মুখে হাসি, সোশ্যাল মিডিয়ায় প্রিয় জুটিকে একসঙ্গে দেখে আনন্দিত অনুরাগীরাও।
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল নাকি, আলাদা হয়ে যেতে চলেছে রাজীব-চারুর সংসার। একসঙ্গে ছবি শেয়ার করেন না তাঁরা দীর্ঘদিন। সোশ্যাল মিডিয়ায় জিয়ানার সঙ্গে একাই ছবি ভাগ করে নেন চারু। অন্যদিকে রাজীবের পোস্টে মনখারাপের ছোঁয়া দেখেছিলেন নেটাগরিকরা। জিয়ানার সঙ্গে অনেকদিন দেখা হয়না বলে মনখারাপ করেছিলেন রাজীব। দুয়ে দুয়ে চার করে নিয়ে নেটাগরিকরা ভেবেছিলেন, বোধহয় সংসার ভাঙছে রাজীব-চারুর।
কিন্তু আজ দোলের দিন সোশ্যাল মিডিয়ায় এক ফ্রেমে ধরা দিলেন ৩জনেই। গালে আবির মেখে অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাজীবও। সেখানে তিনি লিখেছেন, 'মা আর বাবার সঙ্গে জিয়ানার প্রথম হোলি। একাধিক ছবির মধ্যে স্পষ্ট রাজীব আর চারুর সম্পর্কের সমীকরণ। জিয়ানা কখনও মায়ের কোলে আর কখনও বাবার কোলে গিয়ে খুশি।
আরও পড়ুন: 'বচ্চন পাণ্ডে' দেখার পর কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?
অশোপা চারু বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাইয়ের স্ত্রী। ২০১৯-এর ১৬ জুন সুস্মিতার ভাই রাজীব সেনের সঙ্গে চারুর বিয়ে হয়। রুশ বংশোদ্ভূত চারু রাজস্থানের বাসিন্দা। বিয়ের দুই বছর পর মা হলেন চারু। সোশ্যাল মিডিয়াতে এর আগেই রাজীব ও চারু জানিয়েছিলেন, তাঁরা বাবা-মা হতে চলেছেন।
চারু একদিকে যেমন অভিনেত্রী, তেমনই তাঁর অন্য একটি পরিচয়ও রয়েছে। সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের স্ত্রী। বিয়ের পরে ননদ সুস্মিতার সঙ্গে হামেশাই সময় কাটাতে দেখা যেত চারুকে। চারুর অন্তঃস্বত্তা হওয়া থেকে শুরু করে জিয়ানার জন্ম, সবসময়েই চারুকে ছোট বোনের মত আগলে রেখেছিলেন সুস্মিতা। তবে সদ্য সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে সুস্মিতারও।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)