এক্সপ্লোর
দীপাবলির পার্টিতে গোবিন্দার সিনেমার গানের তালে জমিয়ে নাচ রাজকুমার রাও ও একতা কপূরের, ভিডিও ভাইরাল
প্রতি বছরের মতো এবারও দীপাবলি উপলক্ষ্যে বলিউড তারকারা জমকালো পার্টির আয়োজন করেছেন। একতা কপূরও একটি দীপাবলি পার্টির আয়োজন করেন, যেখানে আসেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। সেই পার্টিতেই একতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: প্রতি বছরের মতো এবারও দীপাবলি উপলক্ষ্যে বলিউড তারকারা জমকালো পার্টির আয়োজন করেছেন। একতা কপূরও একটি দীপাবলি পার্টির আয়োজন করেন, যেখানে আসেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। সেই পার্টিতেই একতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে একতাকে রাজকুমার রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। একতা ওই ডান্সের ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে একতা ও রাজকুমার রাওকে গোবিন্দার সিনেমার সুপারহিট 'আঁখিয়ো সে গোলি মারে'গানের তালে নাচতে দেখা গিয়েছে।
একতার দীপাবলি পার্টিতে ঋষি কপূর, নীতু কপূর, শাহিদ কপূর, মীরা রাজপুত কপূর, কর্ণ জোহর, হুমা কুরেশি, সঞ্জয় কপূর ও মণীষ মালহোত্র সহ আরও অনেক তারকাই এসেছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















