Rajkummar Rao Updates: বিয়েতে কেন পত্রলেখা তাঁকে সিঁদুর পরিয়েছিলেন? এতদিনে রহস্য ফাঁস রাজকুমার রাওয়ের
Rajkumar Patralekha Wedding: সাধারণত এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। একটি ব্যতিক্রমী ঘটনাও এটি। কেন সেদিন পত্রলেখা রাজকুমারকে সিঁদুর পরিয়েছিলেন? এতদিনে সেই রহস্য ফাঁস করলেন খোদ অভিনেতা।
মুম্বই: গতবছর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা পালের (Patralekha Paul) সঙ্গে নতুন জীবন শুরু করেন। ২০২১-এর নভেম্বরে চণ্ডীগড়ে বসেছিল রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়ের (Rajkummar Patralekha Wedding) আসর। একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে শুভ পরিণত সম্পন্ন হয় দুই তারকার। বিয়ের আগের প্রস্তুতি নিয়ে মুখ না খুললেও বিয়ে মিটতেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করেন রাজকুমার এবং পত্রলেখা দুজনেই। তাঁদের পোস্ট করা ছবিতেই দেখা যায়, রাজকুমার যেমন পত্রলেখার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন, তেমনই পত্রলেখাও পাল্টা রাজকুমারকে কপালে সিঁদুর পরাচ্ছেন। স্বাভাবিকভাবেই নেটিজেনদের নজর কাড়ে এই ছবি। সাধারণত এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। একটি ব্যতিক্রমী ঘটনাও এটি। কেন সেদিন পত্রলেখা রাজকুমারকে সিঁদুর পরিয়েছিলেন? এতদিনে সেই রহস্য ফাঁস করলেন খোদ অভিনেতা।
কেন রাজকুমারকে সিঁদুর পরিয়েছিলেন পত্রলেখা?
রাজকুমার রাওকে শীঘ্রই দেখা যাবে 'হিট- দ্য ফার্স্ট কেস' ছবিতে। সেই ছবির প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি জানালেন যে, পত্রলেখার তাঁকে সিঁদুর পরানো নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যা যা লেখা হয়েছে তার কোনওটাই তিনি পড়েননি। রাজকুমার বলেন, 'আমি সত্যিই এই সংক্রান্ত কোথায় কী লেখা হয়েছে, তা পড়িনি। তবে, এটা যে একটা ভালো পদক্ষেপ, আর সেটাই মানুষের মনে প্রভাব ফেলেছে, সেটা বুঝতে পেরেছি। আসলে আমি সমান অধিকারে বিশ্বাস করি। কেউ ছোট নয়, কেউ বড় নয়। সবাই সমান। আমি আর পত্রলেখা দুজনেই দুজনকে সমান মনে কি। তাই এমন একটা পদক্ষেপ আমরা নিয়েছি। আর এটা আগে থেকে কোনও পরিকল্পনা করা ছিল না। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল। আমি পত্রলেখাকে আমায় সিঁদুর পরাতে বলেছিলাম। ব্যস। এটাই।'
আরও পড়ুন - Koffee With Karan: কার মাধ্যমে সারা-জাহ্নবীর বন্ধুত্ব হয়? গোপন তথ্য প্রকাশ্যে
প্রসঙ্গত, রাজকুমার রাও এবং পত্রলেখা বাস্তব জীবনে জুটি বাঁধার পাশাপাশি জুটি বেঁধেছেন পর্দাতেও। তাঁদের একসঙ্গে দেখা যায় 'সিটিলাইটস' ছবিতে। জানা যায়, এই ছবি থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক।