Rajnikath News: অমিতাভের পরে রজনীকান্ত, ছবি, কন্ঠস্বর ব্যবহারে জারি হল নিষেধাজ্ঞা
Actor Rajnikath News: এর আগে অমিতাভ বচ্চন এই একই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যথেচ্ছভাবে তাঁর ছবি ও কন্ঠস্বর ব্যবহার করায় লাগাম পরিয়েছিলেন তিনি
কলকাতা: অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর পথে এবার রজনীকান্ত (RajniKanth)-ও। নিষেধাজ্ঞা বসল দক্ষিণী মহাতারকার ছবি ও কন্ঠস্বর ব্যবহারে। অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না রজনীকান্তের ছবি ও কন্ঠস্বর, নোটিস জারি করে জানালেন আইনজীবী এস এলামভারতী।
এর আগে অমিতাভ বচ্চন এই একই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যথেচ্ছভাবে তাঁর ছবি ও কন্ঠস্বর ব্যবহার করায় লাগাম পরিয়েছিলেন তিনি। এবার সেই পথে হাঁটলেন সুপারস্টার রজনীকান্তও। অভিনেতার আইনজীবী জানিয়েছেন, কণ্ঠস্বর থেকে শুরু করে ছবি অথবা নাম বিনা অনুমতিতে ব্যবহার করলে তা ‘অপরাধ’ হিসাবে গণ্য হবে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কাজে লিপ্ত হবে, তাঁর বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, এ কথাই সাফ জানিয়েছেন আইনজীবী।
আরও পড়ুন: Anwesha Hazra: '১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করতে পারিনি..' অকপট 'ঊর্মি' অন্বেষা
আজ, রবিবার একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, যথেষ্ট পরিশ্রম করে ও নিজের ক্ষমতায় মানুষের ভালবাসা ও পরিচিতি অর্জন করেছেন রজনীকান্ত। যে কোনও বিজ্ঞাপনী প্রচারে যথেচ্ছভাবে তাঁর ছবি বা কন্ঠস্বর ব্য়বহার করা যাবে না। এতে তাঁকে অবমাননা করা হয়। বার বার এই ধরনের কাজ হচ্ছে বলেই আমরা এই নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হচ্ছি।
এর আগে, অমিতাভ বচ্চন প্রসঙ্গে, দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁর নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তাঁর অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। অভিনেতার স্পষ্ট বক্তব্য, তিনি 'ব্যবহার হতে' চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর অভিনেতার আর্জির মান্যতা দিয়ে সম্প্রতি এই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট।