এক্সপ্লোর
৫ কোটি টাকা ধার শোধ দেননি, অপরাধী সাব্যস্ত অভিনেতা রাজপাল যাদব

মুম্বই: পরিচালনায় নামতে ধার নিয়েছিলেন ১০ কোটি টাকা। তা শোধ না দেওয়ায় হয় পুলিশ, কাছারি, মকদ্দমা। শেষমেষ অভিনেতা রাজপাল যাদব, তাঁর স্ত্রী ও একটি সংস্থাকে দোষী সাব্যস্ত করল দিল্লির কারকারদুমা আদালত। ২০১০-এ ওই ৫ কোটি টাকা ধার নেন রাজপাল, ছবি করার জন্য, দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে। আতা পাতা লাপতা নামে ছবিটি ২০১২ সালে মুক্তিও পেয়ে যায়। কিন্তু ধার আর শোধ দেননি রাজপাল, ফলে আদালতে যান অভিযোগকারী ব্যবসায়ী। এই মামলায় ইতিমধ্যেই ১০ দিন বিচারবিভাগীয় হেফাজতে কাটাতে হয়েছে রাজপালকে। সম্ভবত ২৩ তারিখ তাঁর সাজা ঘোষণা করবে আদালত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















