এক্সপ্লোর
'ভীষণ একা লাগছে' ঋষির মৃত্যুতে শোকস্তব্ধ রাকেশ রোশন
'ভীষণ একা লাগছে' বন্ধু ঋষি কপূরের মৃত্যুতে শোকস্তব্ধ মন্তব্য রাকেশ রোশনের। বলিউডের আকাশ থেকে একের পর এক নক্ষত্রপতনে শোকে বিহ্বল গোটা টিনসেল টাউন। বন্ধুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাকেশ রোশন থেকে সহকর্মী জিতেন্দ্র।

মুম্বই: 'ভীষণ একা লাগছে' বন্ধু ঋষি কপূরের মৃত্যুতে শোকস্তব্ধ মন্তব্য রাকেশ রোশনের। বলিউডের আকাশ থেকে একের পর এক নক্ষত্রপতনে শোকে বিহ্বল গোটা টিনসেল টাউন। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কপূর, চিরশান্তির দেশে পাড়ি দিলেন বলিউডের দুই কিংবদন্তি। আধুনিক ভারতের সেলুলয়েডে নতুন ধারার প্রেমের দূত ছিলেন ঋষি কপূর। আজ সকালে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বন্ধুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাকেশ রোশন থেকে সহকর্মী জিতেন্দ্র।
আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাকেশ বলেন, 'আমি সত্য়িই ঠিক নেই। কী করে আমার বন্ধুকে হারিয়ে ফেললাম জানি না। তাঁর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করার সময়ও নয় এটা। আমি এখনও খবরটা বিশ্বাসই করতে পারছি না। ঋষি এখন আর আমাদের মধ্যে নেই এটা মেনে নেওয়া কঠিন। ও আমার বন্ধু ছিল। কি বলব বুঝতে পারছি না।'
সহকর্মী জিতেন্দ্র শোকপ্রকাশ করে জানান, 'তাঁর শূন্যতা সবসময় অনূভূত হবে। আমি আমার বন্ধু, একজন ভাই ও একজন ভীষণ ভালো মানুষকে হারিয়ে ফেললাম। তাঁর সঙ্গে কাজ করা আমাদের পক্ষে সম্মানের ছিল। নীতু, ঋদ্ধিমা, রণবীর ও পুরো কপূর পরিবারকে আমার সমবেদনা।'
ঋষি কপূরের পুরনো ছবি শেয়ার করেছেন একতা কপূর। লিখেছেন, 'ওঁরা আবার একসঙ্গে এমনই পার্টি করবেন, বিদায়।'
পুরনো ছবি পোস্ট করেছেন তুষার কপূরও। লিখেছেন, 'আমরা এই পরিবারকে সামনে থেকে দেখেই বড় হয়েছি। আমার ভাষা আসছে না কিছু বলার। চিন্টু আঙ্কল তোমায় আমাদের খুব মনে পড়বে।'

বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
