এক্সপ্লোর
হৃতিকের বাড়িতে সুজানের ফিরে আসা নিয়ে এবার মুখ খুললেন রাকেশ রোশন
পাকাপাকি ফিরে এলেন সুজান, কী বললেন রাকেশ রোশন?

মুম্বই: সময়টা সোশ্যাল ডিসট্যান্সিং-এর। দূরত্ব বাড়িয়ে ভালো থাকার। তাবলে সম্পর্কে পারস্পরিক দূরত্ব বাড়ানোর সময় এটা নয়। বরং সময় আরো বেঁধে বেঁধে থাকার। দেশজুড়ে যখন লকডাউন , তখন যে যাঁর প্রিয় মানুষটির সঙ্গে গৃহবন্দি হতে চাইছেন। বলিউডে এমন উদাহরণ বহু। আলিয়া-রণবীর থেকে অর্জুন-মালাইকা, লকডাউনে একসঙ্গে থাকছেন। এই কঠিন সময় ছেলেদের থেকে বাবাকে দূরে রাখতে চাননি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। তাই দুই ছেলেকে নিয়ে হৃতিকের সঙ্গেই থাকছেন এখন। এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত হৃতিক ভক্তরা। তাঁরা আশায় আছেন ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার। সুজান-হৃতিকের একসঙ্গে থাকা নিয়ে এবার মুখ খুললেন রাকেশ রোশন। বললেন, ‘সারা পৃথিবীকে এক হতে হবে, সহমর্মী হতে হবে।’ এর আগে এক আবেগতাড়িত বার্তায় হৃতিক জানান, বাবা হিসেবে এ কঠিন সময় সন্তানের থেকে দূরে থাকার কথা তিনি ভাবতে পারেন না। এই চূড়ান্ত অনিশ্চয়তার সময়ে যে সারা পৃথিবী সঙ্ঘবদ্ধ হয়েছে, এটা খুবই আনন্দের। হয়ত কয়েক মাস এখন সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে. লকডাউন চলতে পারে কয়েক সপ্তাহ। হৃতিকের মতে এই কঠিন সময়ে মানবতার খাতিরে সারা পৃথিবীকে যখন জোটবদ্ধ হয়ে অতিমারীর বিরুদ্ধে লড়তে হচ্ছে, তখন বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া বাবা কিংবা মা-ই বা কী করে সন্তানদের যে কোনও একজনের কাছে রাখতে পারেন! সন্তানদের কাছে পাওয়ার অধিকার যেখানে দুজনেরই সমান। হৃতিক-সুজানের বার্তা, আমাদের গল্প একদিন আমাদের সন্তানরাই বলবে। করোনা পরিস্থিতির পর কী হৃতিক-সুজানের সম্পর্কেও আসবে নতুন মোড়, সেই অপেক্ষাতেই অনুরাগীরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















