Rakhi Sawant: হিন্দু ধর্মে কী অপছন্দ যে মুসলিম হলেন? প্রশ্ন শুনে অপ্রস্তুত রাখি সবন্ত!
Rakhi Sawant News: মক্কা থেকে ফিরে ভোলবদল করেছেন বলিউডের এই 'ড্রামা কুইন'। কিন্তু এবার, নিজের এই মুসলিম ধর্মাচরণ নিয়ে কী বললেন রাখি ওরফে ফতিমা?
কলকাতা: তাঁর নাম নাকি আর রাখি সবন্ত (Rakhi Sawant) নয়, তিনি নাকি ফতিমা। মক্কা থেকে ফিরে ভোলবদল করেছেন বলিউডের এই 'ড্রামা কুইন' (Drama Queen)। কিন্তু এবার, নিজের এই মুসলিম ধর্মাচরণ নিয়ে কী বললেন রাখি ওরফে ফতিমা?
সম্প্রতি মক্কা থেকে মুম্বই ফিরলেন রাখি সবন্ত। বিমানবন্দর থেকে বের হতেই পাপারাৎজিদের তিনি জানান তাঁকে 'ফতিমা' (Fatima) নামে ডাকতে। তিনি বলেন, 'রাখি নয়, ফতিমা বলুন'। এরপর চিত্রগ্রাহকরা তাঁকে ফতিমা বলে ডাকতে থাকেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর গলায় মালা পরিয়ে দিতে যান কিন্তু বারণ করেন রাখি এবং তাঁর থেকে মালাটি হাতে নিয়ে নেন। পাপারাৎজিদের মধ্যে থেকেই যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি সমস্ত নথিপত্রেও তাঁর নাম বদলে ফেলেছেন কি না, রাখি উত্তর দেন, 'ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করেছেন, আমি যেমন উনি আমাকে সেভাবেই ভালবাসেন। ঈশ্বর চান না আমি নথিপত্রে বা নামে কোথাও বদল ঘটাই।'
এদিন বিমানবন্দরে আরও এক প্রশ্নের সম্মুখীন হন রাখি। তাঁকে প্রশ্ন করা হয়, 'হিন্দুধর্মে কি কি সমস্যা ছিল যাতে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন? রাখি সাধারণত সমস্ত কথার উত্তর একেবারে তখনই দিয়ে ফেলেন। উত্তর তাঁর ঠোঁটের ডগায় থাকে। তবে এই প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যান রাখি। একটুক্ষণ চুপ থেকে তিনি বলেন, 'আমার হিন্দুধর্ম নিয়ে কোনও অভিযোগ নেই। তবে আপনারা সবাই জানেন আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম। আদিলের সঙ্গে আমার বিয়ে হয়েছে ১ বছর হল। আর সেই সময়েই আমি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিলাম। আদিলের সঙ্গে আমার সমস্যা চললেও, আমি মুসলিম ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলি গত ১ বছর ধরে। আমি খুব ভাগ্যবান যে মক্কা-মদিনা থেকে আমার ডাক এসেছে। অনেকে বলেন, ডাক না এলে মক্কা-মদিনায় তীর্থ করতে যাওয়া যায় না।'
তবে এদিনও তিনি নিশানা করতে ছাড়েননি আদিল দুর্রানিকে। ইঙ্গিতে তিনি বোঝান যে যেহেতু তিনি সবেমাত্র পবিত্র এক স্থান থেকে ফিরেছেন, মানুষজন কী নাটক তৈরি করছে তাতে তাঁর কিছুই যায় আসে না। যদিও রাখির এই দ্বিচারিতায় রীতিমতো বিরক্ত নেটদুনিয়া। যে স্বামীর সঙ্গে তাঁর কার্যত কাদা ছোঁড়াছুড়ি চলছে, তাঁর ধর্ম মেনে চলা নিয়ে রাখিকে কটাক্ষ করতে ছাড়েনি নেটদুনিয়া।