Rakhi Sawant: জরায়ুতে টিউমার, রাখী কি ক্যানসারে আক্রান্ত?
Rakhi Sawant Health Update: রাখী অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর পাশে রয়েছেন প্রাক্তন স্বামী রীতেশ সিংহ। তিনিই প্রকাশ্যে এনেছেন রাখীর স্বাস্থ্যের খবর
কলকাতা: হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থ রাখী সবন্ত (Rakhi Sawant)। এই খবর প্রকাশ্যে এসেছিল গতকাল অর্থাৎ বুধবারই। কিন্তু অভিনেত্রীর ঠিক কী হয়েছে, তা নিয়ে দ্বন্দ্ব ছিল। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আশঙ্কা করা হচ্ছিল রাখীর হৃদযন্ত্রে কোনও সমস্যা হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে, তাঁর জরায়ুকে টিউমার ধরা পড়েছে।
রাখী অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর পাশে রয়েছেন প্রাক্তন স্বামী রীতেশ সিংহ। তিনিই প্রকাশ্যে এনেছেন রাখীর স্বাস্থ্যের খবর। তিনিই জানিয়েছেন, বুকে ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, রাখীর জরায়ুতে টিউমার ধরা পড়েছে। আপাতত তারই চিকিৎসা চলছে। শরীরের যে কোনও জায়গায় টিউমার ধরা পড়লেই চিকিৎসার প্রথম ধাপ হল পরীক্ষা করে দেখা সেই টিউমার থেকে ক্যানসার হতে পারে কি না। প্রথমে সেইটা নির্ণয় করে নিয়েই শুরু হয় চিকিৎসা। রাখীর ক্ষেত্রেও প্রথমে সেই সমস্ত পরীক্ষাই করা হচ্ছে। টেস্টের রিপোর্ট এলে তবেই বোঝা যাবে ঠিক কী হয়েছে রাখীর। আদৌ টিউমারটি বিপজ্জনক কি না বা ক্যানসারের সম্ভাবনা রয়েছে কি না।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল রাখী সবন্তের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে তিনি শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। তাঁর আঙুলে 'পালস অক্সিমিটার' লাগানো, এবং বাম হাতে একটি 'ইন্ট্রাভেনাস ক্যানুলা' রয়েছে। তবে হাসপাতালের তরফ থেকে অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। সদ্য লাল পোশাকে একটি ইভেন্টে যাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন রাখী। তাঁর হঠাৎ এমন অসুস্থতার কারণে অনুরাগীরাও উদ্বিগ্ন। সবাই কামনা করেছেন অভিনেত্রীর সুস্থতা।
ব্যক্তিগত জীবনেও তোলপাড় চলেছে রাখী সবন্তের। তাঁর প্রাক্তন স্বামী আদিল দুর্রানির সঙ্গে সমস্ত গড়িয়েছিল পুলিশ, আদালত পর্যন্ত। যদিও বর্তমানে সেই সমস্যা মিটে গিয়েছে বলেই শোনা যাচ্ছে। আবার বিয়ে করেছেন আদিল।
View this post on Instagram
আরও পড়ুন: Vicky Kaushal Update: বাবা চিনতেন শাহরুখ-সলমনকে, তবুও কেরিয়ারের শুরুতে সাহায্য পাননি ভিকি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।