Rakhi Sawant: নমাজ পড়ার সময় কেন অনাবৃত শরীরের একাংশ? ট্রোলড রাখী সবন্ত
Rakhi Sawant News: স্বামীর সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও ধর্ম বদল করেননি রাখী। বরং নিয়মমাফিক রোজা রাখছেন রাখী, করেন ইফতারও। সোশ্যাল মিডিয়ায় সদ্যই ভাইরাল হয়েছিল তাঁর রোজা ভেঙে খাবার খাওয়ার ভিডিও
কলকাতা: স্বামী আদিল দুর্রানির (Adil Durrani)-র জন্যই ধর্ম পরিবর্তন করেছিলেন রাখী সবন্ত (Rakhi Sawant)। কিন্তু বছর না ঘুরতে ঘুরতেই ভাঙনের মুখে সেই সম্পর্ক। বিয়ে টেঁকেনি রাখীর। স্বামীর সম্পর্কে গার্হস্থ্য হিংসা, বিবাহ বর্হিভূত সম্পর্ক, আর্থিক তছরুপ, শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছিলেন রাখী। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে আদিলকে। আপাতত জেলে রয়েছেন আদিল, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
তবে স্বামীর সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও ধর্ম বদল করেননি রাখী। বরং নিয়মমাফিক রোজা রাখছেন রাখী, করেন ইফতারও। সোশ্যাল মিডিয়ায় সদ্যই ভাইরাল হয়েছিল তাঁর রোজা ভেঙে খাবার খাওয়ার ভিডিও। এর আগেও একাধিকবার হিজাব পরে প্রকাশ্যে এসেছেন রাখী। তবে সদ্য একটি নমাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভয়ঙ্কর ট্রোলড হতে হল অভিনেত্রীকে।
সদ্য নিজের বাড়িতে একটি নমাজ পড়ার ভিডিও শেয়ার করেছিলেন রাখী। এই বাড়িতেই আদিলের সঙ্গে থাকতেন রাখী। তিনি অভিযোগ করেছিলেন, একবার নমাজ পড়ার সময় আদিল তাঁকে মারধরও করেন। তবে রাখীর সদ্য শেয়ার করে নমাজ পড়ার ভিডিওটি ছিল বেশ শান্ত। একটি লম্বা ঢালাও কালো রঙের কুর্তা পরেছিলেন রাখি। সঙ্গে হাঁটুর সামান্য নীচে শেষ হওয়া কালো লেগিন্স। মাথা ঢেকেছিলেন কালো হিজাবে। তবে অনাবৃত ছিল তাঁর হাঁটুর নীচে থেকে শুরু করে পায়ের কিছুটা অংশ। আর সেখানেই আপত্তি জানিয়েছেন অনেকেই।
অনেকের মতে, নমাজ পড়ার অন্যতম নিয়ম হল, সমস্ত শরীর ঢাকা রাখতে হয়। রাখীর পায়ের কিছু অংশ অনাবৃত থাকায় সেই নিয়ে ট্রোলিং করেছেন অনেকে। অনেকে আবার সহানুভূতি নিয়ে লিখেছেন, ধীরে ধীরে সমস্ত আদব কায়দা শিখছেন রাখী। আশা করা যায় নমাজের পোশাকের ধরণও তিনি শিখে নেবের শীঘ্রই।
প্রথমদিন রোজা রাখার সময় একটি ভিডিও করেছিলেন তিনি। সেখানে রাখী বলেছিলেন, 'এটা আমার প্রথম রোজা। সকালে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। বিশ্বাস করুন, আমার বিন্দুমাত্র খিদে পাচ্ছে না। আমি নিয়মকানুন জানি না। সব নতুন নতুন শিখছি। আমার মন শান্ত হয়েছে। অদ্ভুত একটা অনুভূতি পেয়েছি।'
View this post on Instagram