Ram Charan- Kiara: মুক্তির আগেই কোটি কোটি টাকার ব্যবসা, কোন ওটিটি চ্যানেলে দেখা যাবে রামচরণ-কিয়ারার 'গেম চেঞ্জার'?
Ram Charan anad Kiara Advan: প্যান-ইন্ডিয়া রিলিজে ২০২৫-এর শুরুতেই বক্স অফিসের বাজি রাম চরণ, কিয়ারা আডবাণীর পলিটিক্যাল অ্যাকশন ড্রামা 'গেম চেঞ্জার'
কলকাতা: এবার হবে রাজনীতির খেলা পাল্টানোর খেলা। বক্স অফিসে কেউ আবার অ্যাকশনেই রাখবে ভরসা। ২০২৫-এর প্যান-ইন্ডিয়া রিলিজ এখন থেকেই চর্চায়। আর সেই তালিকায় অন্যতম ছবিটি হল রামচরণ ও কিয়ারা আডবাণীর নতুন ছবি 'গেম চেঞ্জার'।
প্যান-ইন্ডিয়া রিলিজে ২০২৫-এর শুরুতেই বক্স অফিসের বাজি রাম চরণ, কিয়ারা আডবাণীর পলিটিক্যাল অ্যাকশন ড্রামা 'গেম চেঞ্জার'। ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। ২০২২-এ রাজামৌলির আরআরআর রাম চরণকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি দিয়েছে। কিন্তু সেই বছরই রাম চরণের আরও একটি ছবি 'আচারিয়া' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ২০২৩-এ সলমন খানের 'কিসি কা ভাই, কিসি কি জান'-এ ক্যামিও চরিত্রে অভিনয় ছাড়া এখনও পর্যন্ত তাঁর আর কোনও ছবি মুক্তি পায়নি। প্রায় তিন বছর বাদে বড় পর্দায় রাম চরণের মেগা রিলিজ ঘিরে সিনে-ইন্ডাস্ট্রিতে উত্তেজনার পারদ চড়ছে।
২০২১-এর ফেব্রুয়ারিতে আরসি ফিফটিন ওয়ার্কিং টাইটেলে এই ছবিটির ঘোষণা হয়েছিল। লিড রোলে এটি রামচরণের ১৫ তম ছবি। ২০২২-এ ছবিটির শ্যুটিংও শুরু হয়ে যায়। ২০২৩-এর ২৭ মার্চ রাম চরণের জন্মদিনে আনুষ্ঠানিক ভাবে 'গেম চেঞ্জার'-এর অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ্যে আসে। হায়দরাবাদ, নিউ জিল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, চণ্ডীগড় এবং অমৃতসরে ছবিটির শ্যুটিং করেছেন রামচরণ। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। তেলুগুর পাশাপাশি হিন্দি এবং তামিল ডাবড ভার্সনে মুক্তি পাবে 'গেম চেঞ্জার'। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গেম চেঞ্জারের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকায়। ছবিটির ওটিটি স্বত্ত্ব বিক্রি করা হয়েছে আমাজন প্রাইম ভিডিওয়।
এই সিনেমার বেশ কয়েকটি গান ও টিজার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। এই ছবিতে রাম চরণকে দেখা যাবে একজন আইএএস অফিসারের ভূমিকায় যে সিস্টেমের মধ্যে থাকা সমস্ত দুর্নীতির সঙ্গে লড়াই করবে। এই ছবিতে রামচরণের চরিত্রের বিভিন্ন দিক দেখা যাবে। এই সিনেমার একটি গানের শ্যুট হয়েছে নিউজ়িল্যান্ডে। শুধু একটি গানের শ্যুটিং করতেই খরচ হয়েছিল ১৫ কোটি টাকা
View this post on Instagram
আরও পড়ুন: Yash-Nusrat: হঠাৎ তিরুপতি মন্দিরে যশ-নুসরত, আশীর্বাদ চাইতে গেলেন এই বিশেষ কাজের জন্য!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।