Yash-Nusrat: হঠাৎ তিরুপতি মন্দিরে যশ-নুসরত, আশীর্বাদ চাইতে গেলেন এই বিশেষ কাজের জন্য!
Nusrat Jahan and Yash Dashgupta: নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে যশ ও নুসরতকে। এই ছবির পরিচালকের ভূমিকায় দেখা যাবে জিৎ চক্রবর্তীকে।
কলকাতা: আসতে চলেছে তাঁদের প্রযোজনা সংস্থার নতুন ছবি। আর শ্যুটিং শুরুর আগে, সেই ছবির চিত্রনাট্য দিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিতে গেলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। দক্ষিণী ধাঁচের পোশাক পরেই মন্দিরে গিয়েছিলেন যশ ও নুসরত। নুসরত পরেছিলেন সাদা শাড়ি সোনালি পাড়। অন্যদিকে যশ দাশগুপ্ত পরেছিলেন সাদা ধুতি ও পাঞ্জাবি। সোশ্যাল মিডিয়ায় 'আড়ি'-র জন্য অভিনেতা ও অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে যশ ও নুসরতকে। এই ছবির পরিচালকের ভূমিকায় দেখা যাবে জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)-কে। আগামী বছর এই ছবি আনার পরিকল্পনা রয়েছে। যশ ও নুসরতের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি এটি। এক মা-ছেলের গল্প নিয়ে আসছে এই ছবি। মায়ের ভূমিকায় দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায় (Maushumi Chatterjee)-কে। ছেলের ভূমিকায় দেখা যাবে যশ দাশগুপ্তকে। নুসরতকে দেখা যাবে একজন লেখিকার ভূমিকায়। একেবারে নায়ক নায়িকা না হলেও এই ছবিতে প্রেমের চোরাস্রোত রয়েছে বলেই জানিয়েছেন অভিনেতা। পরিচালক জিৎ তুলনামূলকভাবে নতুন পরিচালক। এর আগে আরও দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। দুইই সম্পর্কের গল্প। এর আগে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও মমতাশঙ্করকে (Mamata Shankar) নিয়ে একটি ছবি করেছিলেন। নাম ছিল 'শেষের গল্প'। দ্বিতীয় ছবিটি তিনি করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। ছবিটির নাম ছিল, 'কথামৃত'। এরপরে, 'আড়ি' হতে চলেছে তাঁর তৃতীয় ছবি।
এই ছবির প্রযোজনা করছেন যশ এবং নুসরতের সংস্থাই। সঙ্গে রয়েছে শ্যাডো ফিল্মস ও জিএসআই ফিল্মস। যশ জানিয়েছেন, তাঁদের প্রথম ছবি 'সেন্টিমেন্টাল' ছিল একেবারে বাণিজ্যিক ঘরানার। তবে এই ছবিটি একেবারে সমসাময়িক সময়ের গল্প, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের গল্পই বলবে। জীবনের বিভিন্ন সমস্যা ও জটিল দিকগুলি ছুঁয়ে যাবে এই ছবিটি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।